আন্তর্জাতিক ডেক্স: মাত্র চার মাসেই বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়াল। করোনা সংক্রমণের তথ্যপ্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, সোমবার রাত ১০টা ৪০ মিনিট পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ৪৭ জন। আক্রান্ত ৩৬ লাখ ৩ হাজার ৫২১ জন।
করোনায় সবচেয়ে বেশি ভুগছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ১১ লাখ ৯৪ হাজার ৪৩৪ জনের শরীরে শনাক্ত হয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। মারা গেছেন ৬৯ হাজার ৮ জন।
এরপর সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে। সেখানে অন্তত ২৯ হাজার ৭৯ জনের প্রাণ কেড়েছে করোনা। আক্রান্ত ২ লাখ ১১ হাজার ৯৩৮ জন।
মৃতের সংখ্যায় তৃতীয় যুক্তরাজ্য। দেশটিতে এ পর্যন্ত ২৮ হাজার ৭৩৪ জন করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন, আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৫৮৪ জন।
ইউরোপের বাকি দেশগুলোর মধ্যে স্পেনে মারা গেছেন ২৫ হাজার ৪৩৮ জন, ফ্রান্সে ২৪ হাজার ৮৯৫ জন। স্পেনে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৩০১ জন, ফ্রান্সে ১ লাখ ৬৮ হাজার ৬৯৩ জন।