সোমবার (০৪ মে) দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ৩ দিন আগে ঐ নারী বাড়ী থেকে বের হয় । এর পর থেকেই সে নিখোঁজ ছিল । নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফয়সাল জানান, দুপুরে এলাকার লোকজন নদীতে এক নারীর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
এরপর পুলিশ নদী থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে। তবে ওই নারীর মৃত্যুর সঠিক কারণ এখনও জানা সম্ভব হয়নি। স্থানীয়রা জানায়, নিহত নুরুন্নাহারের স্বামী সামসুর রহমান প্রায় ৮ বছর আগে মারা যায় । এর পর থেকেই সে কখনো মেয়ের বাড়ী আবার নিজ বাড়ীতে থাকতো । বিভিন্ন জায়গায় সাহায্য সহযোগিতা নিয়ে চলতো তার দিন ।
তবে হটাৎ তার এমন মৃত্যু বিষয়টি রহস্য জনক মনে করছে অনেকে । মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।