স্টাফ রিপোর্টার নওগাঁ: করোনা পরিস্থিতে এবার অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে সমাজের অসহায় শিশুরা। নিজেদের জমানো টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিয়ে অনন্য নজির স্হাপন করলো নওগাঁর মহাদেবপুরের একদল অটিষ্টিক প্রতিবন্ধী শিশু। প্রতিবন্ধী শিশুদের এমন এগিয়ে আসার ঘটনাকে সমাজে সবার জন্য শিক্ষণীয় বলে মনে করেন বিশিষ্টজনেরা।
নওগাঁর মহাদেপুর “রাবেয়া পল্লী অটিষ্টিক প্রতিবন্ধী বিদ্যালয়। এখানকার শিশু শিক্ষার্থীরা করোনা পরিস্থিতিতে তাদের শিক্ষকের কাছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টি তুলে ধরে।
প্রত্যেকে তারা তাদের টিফিনের জমানো ১০০ টাকা করে জমা দেয় শিক্ষকদের কাছে। শিক্ষকরা সম্মিলিত ভাবে এসব শিশুদের নিয়ে হাজির হন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে ।
সোমবার সকালে প্রতিবন্ধী শিশুরা তাদের জমানো ১২ হাজার ৩শ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিতে, মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে তুলে দেন । রাবেয়া পল্লী অটিষ্টিক প্রতিবন্ধি বিদ্যালয়ের ক জন শিক্ষিকিা বলেন, শিশুরা বিভিন্ন কাটুন দেখে করোনা পরিস্থিতির মানুষের অসহায় অবস্থা অনুভব করে ।
আর এ থেকে তারা তাদের কাছে থাকা সামান্য টাকা অসহায়দের কাছে দিতে আগ্রহ প্রকাশ করে । টাকা গ্রহন করে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, এটা অত্যান্ত মানবতা বোধের দৃষ্টান্ত । এসব শিশুরা আমাদের দেখিয়ে দিচ্ছে যে কোন পরিস্থিতে সকলকে এগিয়ে আসতে হয় । প্রতিবন্ধী শিশুদের এমন মানবিকবোধকে অনন্য নজির বলে মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান মো: আহসান হাবিব ভোদন জানান, এ দৃষ্টান্ত আমাদের চোঁখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ।
রাবেয়া অটিষ্টিক প্রতিবন্ধি বিদ্যালয়ের পরিচালক ওবায়দুল হক বাচ্চু বলেন, এসব কোমলমতি শিশুদের মানবিক বোধ অনেক বেশি তাই তারা এ দুর্যোগে তাদের ছোট অনুভুতি এভাবে প্রকাশ করলো । তিনি আরো বলেন, নানা প্রতিকুলতার মাঝেও ২০১১ সালে প্রতিষ্ঠিত “রাবেয়া পল্লী অটিষ্টিক প্রতিবন্ধী বিদ্যালয় টিতে ছোট ছোট অটিষ্টিক শিশুদের শিক্ষা দেওয়া হচ্ছে । যেখানে ১২৩ জন শিক্ষার্থী ও ৭ জন শিক্ষক রয়েছেন।