ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আড়াইহাজারে গণপিটুনিতে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি:  নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গণপিটুনিতে আহত মো. ইব্রাহিম (৩০) নামে এক যুবক মারা গেছে।শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।ইব্রাহিম উপজেলার গাজীপুরা এলাকার বাসিন্দা।

আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এসআই) রূপম চন্দ্র সরকার জানান, ২৪ এপ্রিল ভোরে উপজেলার বইলার কান্দি এলাকায় অজ্ঞান অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে জানায়।

পরে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ।

তিনি বলেন, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর জ্ঞান ফিরলে তার নাম পরিচয় জানায়। তবে কারা তার এ অবস্থা করেছে কিছুই বলতে পারেনি।

আর তার অবস্থা অশঙ্কাজনক হওয়ায় ও ডাক্তারের নিষেধাজ্ঞা থাকায় জিজ্ঞাসাবাদ করা হয়নি। পরে খোঁজ নিয়ে তার মা রিনা বেগমের কাছে যুবককে বুঝিয়ে দেওয়া হয়।

তিনিও আরও বলেন, ইব্রাহিমের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ বা মামলা নেই। তবে এলাকাবাসী জানিয়েছে সে ছিঁচকে চোর। ২৪ এপ্রিল রাতে চুরি করতে গেলে এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দেয়।

এতে সে অজ্ঞান হয়ে পড়লে তাকে রাস্তার পাশে ফেলে চলে যায়। তবে কার বাড়িতে চুরি করতে গিয়েছিল, কোন এলাকার লোকাজন মেরেছে, বাদী কেউ নেই। তাছাড়া ইব্রাহিমের মায়েরও কোনো অভিযোগ নেই বলে লিখিত দিয়েছে।

তাই তার উন্নত চিকিৎসার জন্য মায়ের হেফাজতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যায় ইব্রাহিম।

ইব্রাহিমের মা রিনা বেগম সাংবাদিকদের বলেন, তার কোনো অভিযোগ নেই। তিনি কিছু বলবেন না।

 

ট্যাগস
সর্বাধিক পঠিত

আড়াইহাজারে গণপিটুনিতে যুবকের মৃত্যু

আপডেট সময় ০৫:১৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০

নারায়ণগঞ্জ প্রতিনিধি:  নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গণপিটুনিতে আহত মো. ইব্রাহিম (৩০) নামে এক যুবক মারা গেছে।শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।ইব্রাহিম উপজেলার গাজীপুরা এলাকার বাসিন্দা।

আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এসআই) রূপম চন্দ্র সরকার জানান, ২৪ এপ্রিল ভোরে উপজেলার বইলার কান্দি এলাকায় অজ্ঞান অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে জানায়।

পরে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ।

তিনি বলেন, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর জ্ঞান ফিরলে তার নাম পরিচয় জানায়। তবে কারা তার এ অবস্থা করেছে কিছুই বলতে পারেনি।

আর তার অবস্থা অশঙ্কাজনক হওয়ায় ও ডাক্তারের নিষেধাজ্ঞা থাকায় জিজ্ঞাসাবাদ করা হয়নি। পরে খোঁজ নিয়ে তার মা রিনা বেগমের কাছে যুবককে বুঝিয়ে দেওয়া হয়।

তিনিও আরও বলেন, ইব্রাহিমের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ বা মামলা নেই। তবে এলাকাবাসী জানিয়েছে সে ছিঁচকে চোর। ২৪ এপ্রিল রাতে চুরি করতে গেলে এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দেয়।

এতে সে অজ্ঞান হয়ে পড়লে তাকে রাস্তার পাশে ফেলে চলে যায়। তবে কার বাড়িতে চুরি করতে গিয়েছিল, কোন এলাকার লোকাজন মেরেছে, বাদী কেউ নেই। তাছাড়া ইব্রাহিমের মায়েরও কোনো অভিযোগ নেই বলে লিখিত দিয়েছে।

তাই তার উন্নত চিকিৎসার জন্য মায়ের হেফাজতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যায় ইব্রাহিম।

ইব্রাহিমের মা রিনা বেগম সাংবাদিকদের বলেন, তার কোনো অভিযোগ নেই। তিনি কিছু বলবেন না।