ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo সাদপন্থী নেতা মোয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর Logo ৯ দফা দাবিতে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্রদের অবস্থান Logo ’’বঙ্গবন্ধু রেল সেতুর’ নাম পরিবর্তন’’ নতুন নাম যমুনা রেলসেতু Logo নওগাঁ এডুকেশন ফাউন্ডেশন এর ৫ম তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন Logo অ্যাটলির সিনেমায় সালমান খান Logo রূপালী ব্যাংকের শাখায় ডাকাত, জিম্মি কর্মকর্তারা Logo ফিফা আন্তঃমহাদেশীয় কাপে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ Logo প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক Logo যথাসময়ে ইজতেমা, সহিংসতাকারীদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

পাবনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-ছেলের মৃত্যু

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ  পাবনার বেড়া পৌর এলাকার শেখপাড়া মহল্লার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ছয়জনের মধ্যে দুইজন (বাবা ও ছেলে) মারা গেছে।

রোববার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন কালাম শেখ (৪০) মারা যান। এরপর সোমবার (২০ এপ্রিল) সকালে তার বাবা আবু শেখ (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতদের স্বজনরা সোমবার দুপুরে এ তথ্য স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেন।

উল্লেখ্য বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শেখপাড়া মহল্লার আবু শেখের বাড়িতে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বেড়া পৌর এলাকার শেখপাড়া মহল্লার আবু শেখের বাড়িতে গ্যাস সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে গেলে সিলিন্ডারটি পাল্টিয়ে গ্যাসভরা নতুন সিলিন্ডার লাগানো হয়।

এর কিছুক্ষণ পরে তাতে গ্যাস লিকেজ হয়ে আগুন ধরে যায়। বাড়ির লোকজন আগুন নেভাতে গেলে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে আবু শেখ (৬০) তার দুই ছেলে কালাম শেখ (৪০) ও কালু শেখ (৩১), নাতি লিখন (১৮), প্রতিবেশী আলহাজ শেখ (৩২) এবং গ্যাস বিক্রেতা জাহাঙ্গীর আলম (৩৫) দগ্ধ হন।

তাদেরকে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সেখান থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

আবু শেখ (৬০) ও তার দুই ছেলে কালাম শেখ (৪০) ও কালু শেখ (৩১) এর অবস্থা আশংকাজনক হওয়ায় ঐদিনেই তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

বাবা-ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মিলন মাহমুদ জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজনের শরীরের ৪০ শতাংশের বেশি পুড়ে যায়।

এ জন্য প্রাথমিক চিকিৎসা দিয়ে সরকারি অ্যাম্বুলেন্সে তাদেরকে প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছিল।

ট্যাগস
সর্বাধিক পঠিত

সাদপন্থী নেতা মোয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

পাবনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-ছেলের মৃত্যু

আপডেট সময় ১২:৩৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০

পাবনা প্রতিনিধিঃ  পাবনার বেড়া পৌর এলাকার শেখপাড়া মহল্লার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ছয়জনের মধ্যে দুইজন (বাবা ও ছেলে) মারা গেছে।

রোববার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন কালাম শেখ (৪০) মারা যান। এরপর সোমবার (২০ এপ্রিল) সকালে তার বাবা আবু শেখ (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতদের স্বজনরা সোমবার দুপুরে এ তথ্য স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেন।

উল্লেখ্য বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শেখপাড়া মহল্লার আবু শেখের বাড়িতে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বেড়া পৌর এলাকার শেখপাড়া মহল্লার আবু শেখের বাড়িতে গ্যাস সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে গেলে সিলিন্ডারটি পাল্টিয়ে গ্যাসভরা নতুন সিলিন্ডার লাগানো হয়।

এর কিছুক্ষণ পরে তাতে গ্যাস লিকেজ হয়ে আগুন ধরে যায়। বাড়ির লোকজন আগুন নেভাতে গেলে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে আবু শেখ (৬০) তার দুই ছেলে কালাম শেখ (৪০) ও কালু শেখ (৩১), নাতি লিখন (১৮), প্রতিবেশী আলহাজ শেখ (৩২) এবং গ্যাস বিক্রেতা জাহাঙ্গীর আলম (৩৫) দগ্ধ হন।

তাদেরকে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সেখান থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

আবু শেখ (৬০) ও তার দুই ছেলে কালাম শেখ (৪০) ও কালু শেখ (৩১) এর অবস্থা আশংকাজনক হওয়ায় ঐদিনেই তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

বাবা-ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মিলন মাহমুদ জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজনের শরীরের ৪০ শতাংশের বেশি পুড়ে যায়।

এ জন্য প্রাথমিক চিকিৎসা দিয়ে সরকারি অ্যাম্বুলেন্সে তাদেরকে প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছিল।