ঢাকা ০১:৫১ অপরাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :

নওগাঁর চেরাগপুরে চালু হলো ”মানবতার ঘর”

সাংসদ সলিম উদ্দিন নিন্ম আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন মানবতার ঘর থেকে

স্টাফ রিপোর্টার নওগাঁ:  নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রশাসনের ব্যতিক্রম উদ্যেগ ”মানবতার ঘর”  কর্মহীন দরিদ্র মানুষের আশা জাগিয়েছে । মহাদেবপুর উপজেলার প্রথম চালু করা এ মানবতার ঘর একে একে এখন অন্য ইউনিয়নে শুরু করা হচ্ছে ।

১৬ এপ্রিল উপজেলার চেরাগপুর ইউনিয়নে এ কার্যক্রম উদ্বোধণ করেন মহাদেবপুর বদলগাছী আসনের সাংসদ সলিম উদ্দিন তরফদার এমপি ।

ইউ‌নিয়ন   পরিষদের একটি কক্ষে রাখা কাটের গ্যালারীতে থরে থরে সাজিয়ে রাখা চাল, ডাল, আলু দরিদ্র মানুষেরা সামাজিক নিরাপত্তা বজায় রেখে নিয়ে যান । উদ্বোধন অনুষ্টানে উপস্থিত ছিলেন চেরাগ পুর ইউনিয়নের চেয়ারম্যান শিবনাথ মিশ্র, নুরুল ইসলাম, শহিদুল ইসলাম, বিমল কুমার মন্ডল, রুবেল হোসেন, রাম প্রসাদ কুন্ড প্রমুখ ।

এ সময় প্রধান অতিথি সাংসদ সলিম উদ্দিন বলেন, মানবতার ঘর দরিদ্র মানুষের জন্য আশার প্রতিক করে তুলতে সমাজের বৃত্তবানদের এগিয়ে আসতে হবে । করোনা পরিস্থিতির দুর্যোগ মুহুর্তে মানবতাবাদী হয়ে অসহায় মানুষের পাশে দ্বাড়াতে মানবতার ঘর বড় ভুমিকা রাখবে বলে তিনি আশা পোষন করেন ।

উল্লেখ্য মহাদেবপুর উপজেলা  নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান আপদ কালীণ এ দুর্যোগ মোকাবিলায় সরকারের উপর নির্ভরতা কমিয়ে আনতে বৃত্তবানদের সহায়তায় চালু করেন মানবতার ঘর ।

গত ৪ মার্চ প্রথম জেলার এনায়েত পুর ইউনিয়নে এ সেবা কার্যক্রম শুরু করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক প্রসংশা পায় ব্যতিক্রমী এ কার্যক্রমের । ইতিমধ্যে জেলার অন্য উপজেলার ইউনয়নে এ সেবার আওতায় নিম্ম আয়ের মানুষ কে সহায়তা চালু করা হয়েছে । 

ট্যাগস
সর্বাধিক পঠিত

অনূর্ধ্ব-১৯ এশিয়া চ্যাম্পিয়নরা আজ রাতে দেশে ফিরছেন

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

নওগাঁর চেরাগপুরে চালু হলো ”মানবতার ঘর”

আপডেট সময় ১১:০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০

স্টাফ রিপোর্টার নওগাঁ:  নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রশাসনের ব্যতিক্রম উদ্যেগ ”মানবতার ঘর”  কর্মহীন দরিদ্র মানুষের আশা জাগিয়েছে । মহাদেবপুর উপজেলার প্রথম চালু করা এ মানবতার ঘর একে একে এখন অন্য ইউনিয়নে শুরু করা হচ্ছে ।

১৬ এপ্রিল উপজেলার চেরাগপুর ইউনিয়নে এ কার্যক্রম উদ্বোধণ করেন মহাদেবপুর বদলগাছী আসনের সাংসদ সলিম উদ্দিন তরফদার এমপি ।

ইউ‌নিয়ন   পরিষদের একটি কক্ষে রাখা কাটের গ্যালারীতে থরে থরে সাজিয়ে রাখা চাল, ডাল, আলু দরিদ্র মানুষেরা সামাজিক নিরাপত্তা বজায় রেখে নিয়ে যান । উদ্বোধন অনুষ্টানে উপস্থিত ছিলেন চেরাগ পুর ইউনিয়নের চেয়ারম্যান শিবনাথ মিশ্র, নুরুল ইসলাম, শহিদুল ইসলাম, বিমল কুমার মন্ডল, রুবেল হোসেন, রাম প্রসাদ কুন্ড প্রমুখ ।

এ সময় প্রধান অতিথি সাংসদ সলিম উদ্দিন বলেন, মানবতার ঘর দরিদ্র মানুষের জন্য আশার প্রতিক করে তুলতে সমাজের বৃত্তবানদের এগিয়ে আসতে হবে । করোনা পরিস্থিতির দুর্যোগ মুহুর্তে মানবতাবাদী হয়ে অসহায় মানুষের পাশে দ্বাড়াতে মানবতার ঘর বড় ভুমিকা রাখবে বলে তিনি আশা পোষন করেন ।

উল্লেখ্য মহাদেবপুর উপজেলা  নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান আপদ কালীণ এ দুর্যোগ মোকাবিলায় সরকারের উপর নির্ভরতা কমিয়ে আনতে বৃত্তবানদের সহায়তায় চালু করেন মানবতার ঘর ।

গত ৪ মার্চ প্রথম জেলার এনায়েত পুর ইউনিয়নে এ সেবা কার্যক্রম শুরু করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক প্রসংশা পায় ব্যতিক্রমী এ কার্যক্রমের । ইতিমধ্যে জেলার অন্য উপজেলার ইউনয়নে এ সেবার আওতায় নিম্ম আয়ের মানুষ কে সহায়তা চালু করা হয়েছে ।