ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহত ২

ছবি : সংগৃহীত

বগুড়া প্রতিনিধিঃ  বগুড়ার সোনাতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কলেজ ছাত্র সহ দুইজন খুন হয়েছে। শনিবার দুপুরেই সোনাতলা থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের (শজিমেক) মর্গে প্রেরণ করেছে। এসব ঘটনায় ৫জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে থানা পুলিশ।

বগুড়ার সোনাতলা থানার পুলিশ কর্মকর্তারা জানান, উপজেলার জোড়গাছা ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম বাদশার পুত্র সোনাতলা সরকারী নাজির আকতার কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্র পারভেজ ইসলাম সুমন (২৪) ও একই গ্রামের আলহাজ্ব মোজাহার আলী প্রামানিকের পুত্র মাসুদ রানা (২২) এক সাথে মোবাইল ফোনের সিমকার্ড বিক্রির ব্যবসা করতো।

ওদের মধ্যে সিম বিক্রির টাকা ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে শনিবার দুপুর ২টায় হাটকরমজা বাজারে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুইজনেই সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষকালে ধারালো অস্ত্রের আঘাতে সুমন আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে চিকিৎসার জন্য সিএনজি যোগে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। পরে শজিমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করে।

অপরদিকে, সোনাতলা সদর ইউনিয়নের চকনন্দন গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার সকাল ১০টায় ছাগল লাউ গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছে।

সে ওই গ্রামের মৃত জয়েন উদ্দিন প্রামানিকের ছেলে। এ সময় প্রতিপক্ষের মারপিটে নিহত ব্যক্তির স্ত্রী লাভলী বেগম (৩৮), মা শামছুন নাহার বেওয়া (৬২), মেয়ে শান্তনা বেগম (২৪), ভাই বুলবুল আহম্মেদ, ভাতিজি মামুনী বেগম (২২) আহত হয়। আহতদেরকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোনাতলা থানা পুলিশ জানিয়েছে, গত শুক্রবার ওই গ্রামের মৃত আছমত মোল্লার ছেলে আব্দুল খালেক মোল্লার লাউগাছ ছাগল খেয়ে ফেলে। এতে খালেক মোল্লার লোকজন শফিকুল ইসলামের ছাগল সন্দেহ করে গালাগালি করে।

এতে করে শনিবার সকাল আনুমানিক ১০টার সময় এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে খালেক মোল্লার লোকজন ধারালো অস্ত্র নিয়ে শফিকুল ইসলাম ও তাদের লোকজনের উপর হামলা চালায়। এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শফিকুল ইসলাম (৪৫) মারা যায়। এ ঘটনায় তাৎক্ষনিক ২ জন মহিলা সহ ৫ জনকে আটক করা হয়েছে।

বগুড়ার সোনাতলা থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের (শজিমেক) মর্গে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস

বগুড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহত ২

আপডেট সময় ১২:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০

বগুড়া প্রতিনিধিঃ  বগুড়ার সোনাতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কলেজ ছাত্র সহ দুইজন খুন হয়েছে। শনিবার দুপুরেই সোনাতলা থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের (শজিমেক) মর্গে প্রেরণ করেছে। এসব ঘটনায় ৫জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে থানা পুলিশ।

বগুড়ার সোনাতলা থানার পুলিশ কর্মকর্তারা জানান, উপজেলার জোড়গাছা ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম বাদশার পুত্র সোনাতলা সরকারী নাজির আকতার কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্র পারভেজ ইসলাম সুমন (২৪) ও একই গ্রামের আলহাজ্ব মোজাহার আলী প্রামানিকের পুত্র মাসুদ রানা (২২) এক সাথে মোবাইল ফোনের সিমকার্ড বিক্রির ব্যবসা করতো।

ওদের মধ্যে সিম বিক্রির টাকা ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে শনিবার দুপুর ২টায় হাটকরমজা বাজারে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুইজনেই সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষকালে ধারালো অস্ত্রের আঘাতে সুমন আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে চিকিৎসার জন্য সিএনজি যোগে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। পরে শজিমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করে।

অপরদিকে, সোনাতলা সদর ইউনিয়নের চকনন্দন গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার সকাল ১০টায় ছাগল লাউ গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছে।

সে ওই গ্রামের মৃত জয়েন উদ্দিন প্রামানিকের ছেলে। এ সময় প্রতিপক্ষের মারপিটে নিহত ব্যক্তির স্ত্রী লাভলী বেগম (৩৮), মা শামছুন নাহার বেওয়া (৬২), মেয়ে শান্তনা বেগম (২৪), ভাই বুলবুল আহম্মেদ, ভাতিজি মামুনী বেগম (২২) আহত হয়। আহতদেরকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোনাতলা থানা পুলিশ জানিয়েছে, গত শুক্রবার ওই গ্রামের মৃত আছমত মোল্লার ছেলে আব্দুল খালেক মোল্লার লাউগাছ ছাগল খেয়ে ফেলে। এতে খালেক মোল্লার লোকজন শফিকুল ইসলামের ছাগল সন্দেহ করে গালাগালি করে।

এতে করে শনিবার সকাল আনুমানিক ১০টার সময় এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে খালেক মোল্লার লোকজন ধারালো অস্ত্র নিয়ে শফিকুল ইসলাম ও তাদের লোকজনের উপর হামলা চালায়। এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শফিকুল ইসলাম (৪৫) মারা যায়। এ ঘটনায় তাৎক্ষনিক ২ জন মহিলা সহ ৫ জনকে আটক করা হয়েছে।

বগুড়ার সোনাতলা থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের (শজিমেক) মর্গে প্রেরণ করা হয়েছে।