চট্টগ্রাম প্রতিনিধি: করোনার বর্তমান পরিস্থিতিতে বাইরে আড্ডা দিতে মানা করায় হামলার শিকার হয়েছেন সাতকানিয়ার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। ওই ইউপি সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডেঙ্গার ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।হামলার শিকার হয়েছেন মো. আবু তাহের। তিনি এওচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য বলে জানা গেছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিউল কবীর বলেন, করোনার বর্তমান পরিস্থিতিতে বাইরে আড্ডা দিতে মানা করায় ক্ষিপ্ত হয়ে ইউপি সদস্য আবু তাহেরের উপর হামলা করেছে কিছু যুবক। শরীরের কয়েকটি জায়গায় জখম হয়েছে আবু তাহেরের।
ওসি জানান, হামলার ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি থানায় তবে হামলার সঙ্গে জড়িত দুই ভাইকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক বলেন, আবু তাহের চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের কয়েকটি জায়গায় সেলাই হয়েছে।