ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo সিরিয়া থেকে পালিয়ে সপরিবারে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন আল-আসাদ Logo নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলা Logo ঢাকায় এলেন ভারতের পররাষ্ট্র সচিব Logo বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ জয় Logo নওগাঁয় চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মানব বন্ধন Logo নওগাঁয় মোবাইল কোর্টে ব্যবসায়ী ও ট্রাক চালকের জরিমানা Logo সেবা প্রার্থীদের বিশ্রামের জন্য নিজ উদ্যোগে ব্রেঞ্চ দিলেন বেলাল Logo বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতায় এক ম্যাচ আগেই সিরিজ হার Logo মানুষ আমার প্রেমে পড়ে, আমি পড়ি না: পরীমণি Logo বাংলাদেশের সঙ্গে ভারত ব্যবসা বন্ধ করলে তারাই ক্ষতিগ্রস্ত হবে: উপদেষ্টা সাখাওয়াত

মধ্য আফ্রিকার চাদের সামরিক ঘাঁটিতে হামলায় নিহত ৯২ সেনা

আন্তর্জাতিক ডেস্কঃ  মধ্য আফ্রিকার দেশ চাদের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে নাইজেরীয় বিদ্রোহী গোষ্ঠী বোকো হারাম। এই হামলায় চাদের অন্তত ৯২ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১০০ জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (২৫ মার্চ) ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, নাইজেরিয়ার সীমান্ত পার হয়ে আসা এসব সন্ত্রাসী চাদের সীমান্তবর্তী একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। পশ্চিমাঞ্চলীয় ল্যাক প্রদেশের বোমা এলাকায় সাত ঘণ্টা ধরে এই হামলা চলে। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।

চাদের প্রেসিডেন্ট ইদ্রিস দেবি ইতনো জানিয়েছেন, হামলায় তাদের কমিশন্ড এবং নন-কমিশন্ড সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। হামলার পর তিনি ওই সেনা ঘাঁটি পরিদর্শন করেন।

ইদ্রিস দেবি ইতনো বলেন, এই প্রথম আমরা এত বেশি সেনা হারালাম। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা মুখপাত্র জানান, বোকো হারামের হামলায় সামরিক বাহিনীর অন্তত ২৪টি গাড়ি ধ্বংস হয়েছে। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি সাঁজোয়া যান। এছাড়া সন্ত্রাসীরা বেশ কয়েকটি স্পিডবোট নিয়ে গেছে।

ট্যাগস
সর্বাধিক পঠিত

সিরিয়া থেকে পালিয়ে সপরিবারে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন আল-আসাদ

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

মধ্য আফ্রিকার চাদের সামরিক ঘাঁটিতে হামলায় নিহত ৯২ সেনা

আপডেট সময় ০৭:১৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ  মধ্য আফ্রিকার দেশ চাদের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে নাইজেরীয় বিদ্রোহী গোষ্ঠী বোকো হারাম। এই হামলায় চাদের অন্তত ৯২ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১০০ জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (২৫ মার্চ) ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, নাইজেরিয়ার সীমান্ত পার হয়ে আসা এসব সন্ত্রাসী চাদের সীমান্তবর্তী একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। পশ্চিমাঞ্চলীয় ল্যাক প্রদেশের বোমা এলাকায় সাত ঘণ্টা ধরে এই হামলা চলে। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।

চাদের প্রেসিডেন্ট ইদ্রিস দেবি ইতনো জানিয়েছেন, হামলায় তাদের কমিশন্ড এবং নন-কমিশন্ড সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। হামলার পর তিনি ওই সেনা ঘাঁটি পরিদর্শন করেন।

ইদ্রিস দেবি ইতনো বলেন, এই প্রথম আমরা এত বেশি সেনা হারালাম। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা মুখপাত্র জানান, বোকো হারামের হামলায় সামরিক বাহিনীর অন্তত ২৪টি গাড়ি ধ্বংস হয়েছে। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি সাঁজোয়া যান। এছাড়া সন্ত্রাসীরা বেশ কয়েকটি স্পিডবোট নিয়ে গেছে।