স্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাসের প্রদুর্ভাব থেকে রক্ষা পেতে ‘ছাত্র অধিকার পরিষদ’ এর পক্ষ থেকে জনসচেতনামূলক প্রচারণা ও নিম্ন আয়ের মানুষের মধ্যে মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার ও সাবান বিতরণ করেছেন ডাকসুর ভিপি ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর।
সোমবার (২৩ মার্চ) ফার্মগেট আনন্দ সিনেমা হল ও হলিক্রস গার্লস স্কুল এন্ড কলেজ সংলগ্ন তেজকুনিপাড়া এলাকায় বিকাল থেকে মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়।
এ সময় ভিপি নুর সকলের উদ্দেশে বলেন, আসুন করোনা সংক্রমণ রোধে নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর, যুগ্ম আহ্বায়ক তারেক রহমান, ঢাবি শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক এবং ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, ঢাকা কলেজ শাখার সভাপতি নাহিদ উদ্দিন তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন সুমন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মুনতাসীর মাহমুদ।