শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের নকলায় কোয়ারেন্টিন অমান্য করায় ভারত ফেরত আলী আকাব্বর নামে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার কলাপাড়া গ্রামে ঘোরাফেরা করায় এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান জানান, করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে বিদেশফেরত ব্যক্তিদের ১৪ দিন গৃহ পর্যবেক্ষণ (হোম কোয়ারেন্টিন) বাধ্যতামূলক করেছে সরকার। কিন্তু প্রবাসীরা সরকারের এ নির্দেশ মানছেন না। এ কারণে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
সম্প্রতি ভারত ফেরত কলাপাড়া গ্রামের মৃত হুরমুজ আলীর ছেলে আলী আকাব্বর হোম কোয়ারেন্টিনের নির্দেশনা অমান্য করে বাড়ির সামনে ঘোরাফেরা করছিল। এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে অর্থদণ্ড করা হয়।
তিনি আরও জানান, নকলা উপজেলার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের কঠোর নজরদারিতে রাখা হচ্ছে। করোনা থেকে সুরক্ষার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌরসভা ও ইউনিয়ন সমূহে সচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণ করা হচ্ছে। করোনা মোকাবিলায় সকলকে সরকারি সকল নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা যাচ্ছে।