আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসের বিস্তার কিছুতেই ঠেকানো যাচ্ছে না। বরং প্রতিনিয়ত আরও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী এই ভাইরাস। এর মধ্যে বিশ্বের প্রায় ১৯০টি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। করোনার বিস্তার ঠেকাতে কুয়েতে আংশিক কারফিউ জারি করেছে দেশটির সরকার।
কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা নিউজ এজেন্সি জানিয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ কমিয়ে আনতেই দেশজুড়ে আংশিক কারফিউ ঘোষণা করেছে কুয়েত সরকার। রবিবার (২২ মার্চ) থেকে এটি কার্যকর হচ্ছে।
খবরে বলা হয়েছে, প্রতিদিন বিকাল ৫টা থেকে ভোর ৪টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা কুয়েত জরুরি অবস্থার আওতায় থাকবে। এই আইন লঙ্ঘনকারীদের তিন বছরের কারাদণ্ড বা ১০ হাজার দিনার জরিমানা করা হবে।
এছাড়া করোনা আতঙ্কে কুয়েতে সরকারি ছুটি আরও দুই সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। কুয়েতের উপ-প্রধানমন্ত্রী আনাস আল-সালেহ বলেছেন, করোনা ভাইরাস যাতে ছড়াতে না পারে সেজন্যই দশজুড়ে আংশিক কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রয়োজনে আরও বেশকিছু কঠিন পদক্ষেপ নেওয়া হবে।
এ দিকে কুয়েতে এখন পর্যন্ত ১৭৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে করোনায় এখনো কারও মৃত্যু হয়নি।