ঢাকা ১০:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo সাদপন্থী নেতা মোয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর Logo ৯ দফা দাবিতে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্রদের অবস্থান Logo ’’বঙ্গবন্ধু রেল সেতুর’ নাম পরিবর্তন’’ নতুন নাম যমুনা রেলসেতু Logo নওগাঁ এডুকেশন ফাউন্ডেশন এর ৫ম তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন Logo অ্যাটলির সিনেমায় সালমান খান Logo রূপালী ব্যাংকের শাখায় ডাকাত, জিম্মি কর্মকর্তারা Logo ফিফা আন্তঃমহাদেশীয় কাপে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ Logo প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক Logo যথাসময়ে ইজতেমা, সহিংসতাকারীদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

পিরোজপুরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

পিরোজপুর প্রতিনিধিঃ  পূর্ব শত্রুতার জের ধরে পিরোজপুরে তানভীর খান (২৫) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।

শনিবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে জেলা সদর হাসপাতালের সামনের সড়কে এই হামলার ঘটনা ঘটে।

আহত কলেজছাত্র তানভীর পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের ইলিয়াস খানের ছেলে। সে সরকারি সোহরাওয়ার্দী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী।

জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন তানভীর খান জানান, তার ছোট ভাইয়ের সঙ্গে শত্রুতার জের ধরে ১০ থেকে ১৫ জন লোক দুপুরে হাসপাতালের সামনে অবস্থিত তাদের খাবার হোটেলের ভেতরে ঢুকে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা হোটেলের জিনিসপত্র ভাঙচুর শুরু করে। পরে ভাঙচুর ঠেকাতে এগিয়ে গেলে তারা ধারাল অন্ত্র দিয়ে তানভীরের মাথায় কোপ দেয়। সবশেষে দোকানের ক্যাশবাক্স থেকে টাকা লুটপাট করে পালিয়ে যায়। একপর্যায়ে আশেপাশের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় একটি সংগঠনের কয়েকজন নেতাকর্মী জানায়, শুক্রবার (২০ মার্চ) রাতে ছাত্রলীগের দুইজনকে কুপিয়ে আহত করা হয়। সেই ঘটনায় আহতদের অভিযোগ তানভীরের ভাই সাব্বিরের নেতৃত্বেই তাদের ওপর হামলা করা হয়েছিল। এরই জেরে পাল্টা হামলার ঘটনায় আহত হন তানভীর।

এ ব্যাপারে পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ হাসান বলেন, ‘আহত ব্যক্তির মাথায় গুরুতর আঘাত আছে। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে।’

বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগস
সর্বাধিক পঠিত

সাদপন্থী নেতা মোয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

পিরোজপুরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৪:২১:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০

পিরোজপুর প্রতিনিধিঃ  পূর্ব শত্রুতার জের ধরে পিরোজপুরে তানভীর খান (২৫) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।

শনিবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে জেলা সদর হাসপাতালের সামনের সড়কে এই হামলার ঘটনা ঘটে।

আহত কলেজছাত্র তানভীর পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের ইলিয়াস খানের ছেলে। সে সরকারি সোহরাওয়ার্দী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী।

জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন তানভীর খান জানান, তার ছোট ভাইয়ের সঙ্গে শত্রুতার জের ধরে ১০ থেকে ১৫ জন লোক দুপুরে হাসপাতালের সামনে অবস্থিত তাদের খাবার হোটেলের ভেতরে ঢুকে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা হোটেলের জিনিসপত্র ভাঙচুর শুরু করে। পরে ভাঙচুর ঠেকাতে এগিয়ে গেলে তারা ধারাল অন্ত্র দিয়ে তানভীরের মাথায় কোপ দেয়। সবশেষে দোকানের ক্যাশবাক্স থেকে টাকা লুটপাট করে পালিয়ে যায়। একপর্যায়ে আশেপাশের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় একটি সংগঠনের কয়েকজন নেতাকর্মী জানায়, শুক্রবার (২০ মার্চ) রাতে ছাত্রলীগের দুইজনকে কুপিয়ে আহত করা হয়। সেই ঘটনায় আহতদের অভিযোগ তানভীরের ভাই সাব্বিরের নেতৃত্বেই তাদের ওপর হামলা করা হয়েছিল। এরই জেরে পাল্টা হামলার ঘটনায় আহত হন তানভীর।

এ ব্যাপারে পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ হাসান বলেন, ‘আহত ব্যক্তির মাথায় গুরুতর আঘাত আছে। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে।’

বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।