ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

৬ মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব পাচ্ছে নৌবাহিনী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য সাময়িকভাবে ছয় মাসের জন্য বাংলাদেশ নৌবাহিনীকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছে সরকার।

বুধবার (২ জুলাই) চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা সংক্রান্ত এক বৈঠক শেষে এ তথ্য জানান নৌ পরিবহণ ও শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, টার্মিনাল পরিচালনায় স্থায়ী অপারেটর নিয়োগে বন্দর কর্তৃপক্ষকে পূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে। বন্দর কর্তৃপক্ষ অপারেটর নিয়োগ করবে। এনসিটি পরিচালনায় সরকার আপাতত ৬ মাসের জন্য নৌবাহিনীকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছে।

তিনি আরও বলেন, টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে আলোচনা চললেও, এতে দেশের স্বার্থ বিঘ্নিত হবে না। বিশ্বের অনেক বড় বন্দরই বিদেশি কোম্পানি দ্বারা পরিচালিত হয়। ‘ডিপি ওয়ার্ল্ড’-এর মতো আন্তর্জাতিক মানের কোনো কোম্পানিকে দায়িত্ব দেওয়া হলেও, প্রয়োজনীয় বিশেষজ্ঞ জনবল দেশ থেকেই নিয়োগ করা হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান বলেন, বিপি ওয়ার্ল্ড বা বিদেশি কোনো কোম্পানিকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিলে, নতুন নতুন রুট তৈরি হবে। জাহাজ ও কন্টেইনারের ভাড়া অনেক কমে আসবে।

 

ট্যাগস

৬ মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব পাচ্ছে নৌবাহিনী

আপডেট সময় ০২:৪৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য সাময়িকভাবে ছয় মাসের জন্য বাংলাদেশ নৌবাহিনীকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছে সরকার।

বুধবার (২ জুলাই) চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা সংক্রান্ত এক বৈঠক শেষে এ তথ্য জানান নৌ পরিবহণ ও শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, টার্মিনাল পরিচালনায় স্থায়ী অপারেটর নিয়োগে বন্দর কর্তৃপক্ষকে পূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে। বন্দর কর্তৃপক্ষ অপারেটর নিয়োগ করবে। এনসিটি পরিচালনায় সরকার আপাতত ৬ মাসের জন্য নৌবাহিনীকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছে।

তিনি আরও বলেন, টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে আলোচনা চললেও, এতে দেশের স্বার্থ বিঘ্নিত হবে না। বিশ্বের অনেক বড় বন্দরই বিদেশি কোম্পানি দ্বারা পরিচালিত হয়। ‘ডিপি ওয়ার্ল্ড’-এর মতো আন্তর্জাতিক মানের কোনো কোম্পানিকে দায়িত্ব দেওয়া হলেও, প্রয়োজনীয় বিশেষজ্ঞ জনবল দেশ থেকেই নিয়োগ করা হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান বলেন, বিপি ওয়ার্ল্ড বা বিদেশি কোনো কোম্পানিকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিলে, নতুন নতুন রুট তৈরি হবে। জাহাজ ও কন্টেইনারের ভাড়া অনেক কমে আসবে।