নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা বিক্ষোভ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বুধবার সকালে নির্বাচন ভবনের সামনে পুলিশকে সর্তক অবস্থানে দেখা যায়।
নির্বাচন ভবন এলাকায় দেখা যায়, সেখানে দুই স্তরে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যারিকেড দিয়ে নির্বাচন ভবনের সামনের অংশ ঘেরাও করে রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি আনসারের সদস্যরাও রয়েছেন।
এদিকে সকাল ১১টা থেকে এনসিপির বিক্ষোভ শুরুর কথা থাকলেও এখনও শুরু হয়নি বলে জানা যায়।
ইসি পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর বাংলামটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিক্ষোভ কর্মসূচির কথা জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এসময় দলটির নেতারা বলেন, স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে এই সংকট নিরসন করা সম্ভব। তবে বর্তমান নির্বাচন কমিশন ফ্যাসিবাদী আইনে গঠিত, তারা পক্ষপাতদুষ্ট আচরণ করছে।