ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভারত ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

ভারতের জম্মু ও কাশ্মীরে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। কেন্দ্রশাসিত অঞ্চলটিতে এবং ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে ‘সন্ত্রাসী হামলা’ এবং সম্ভাব্য ‘সহিংস বেসামরিক অস্থিরতার’ কারণে এই সতর্কীকরণ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা এবং সহিংস নাগরিক অস্থিরতার আশঙ্কা রয়েছে। পূর্ব লাদাখ অঞ্চল এবং এর রাজধানী লেহ ব্যতীত এই রাজ্যে ভ্রমণ করবেন না। এই অঞ্চলে মাঝেমধ্যেই সহিংসতা ঘটে এবং ভারত ও পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর এটি হয়ে থাকে। কাশ্মীর উপত্যকার পর্যটন কেন্দ্রগুলোতেও শ্রীনগর, গুলমার্গ এবং পহেলগামে- সহিংসতার ঘটনা ঘটে।

কাশ্মীরের পাহেলগামে সশস্ত্র গোষ্ঠীর গুলিতে ২৬ জন নিহতের ঘটনার একদিন পর বুধবার সব মার্কিন নাগরিকদের জন্য এই সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর এটি উপত্যকাটিতে হওয়া সবচেয়ে ভয়াবহ হামলা।

এদিকে,‘সশস্ত্র সংঘাতের আশঙ্কার কারণে’ভারত তার নাগরিকদের ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে যাওয়া এড়াতেও অনুরোধ করেছে।

অন্যদিকে, সিন্ধু পানিবণ্টন চুক্তি অবিলম্বে স্থগিত করা এবং পাঞ্জাবের আটারি চেকপোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে ভারত। এছাড়াও সার্ক দেশগুলোর জন্য বিশেষ ভিসা নিয়ে পাকিস্তানের নাগরিকরা ভারতে ভ্রমণ করতে পারবেন না- সেই তথ্যও জানানো হয়েছে। যারা ওই ভিসায় ইতোমধ্যেই ভারতে রয়েছেন, তাদেরও ওই ভিসা বাতিল করা হচ্ছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে।

দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে সে দেশের সেনা, বিমান ও নৌবাহিনীর যে ‘পরামর্শদাতারা’ রয়েছেন, তাদের ‘পার্সোনা নন গ্রাটা’, অর্থাৎ অবাঞ্ছিত বলে ঘোষণা করেছে ভারত। তাদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে।

ভারতও ইসলামাবাদে তাদের দূতাবাস থেকে সেনা, বিমান ও নৌবাহিনীর পরামর্শদাতাদের ফিরিয়ে আনবে। দুই দেশের দূতাবাসেরই সামরিক পরামর্শদাতাদের পাঁচজন করে কর্মীকেও নিজের দেশে চলে যেতে হবে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ভারত ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

আপডেট সময় ০৫:১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ভারতের জম্মু ও কাশ্মীরে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। কেন্দ্রশাসিত অঞ্চলটিতে এবং ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে ‘সন্ত্রাসী হামলা’ এবং সম্ভাব্য ‘সহিংস বেসামরিক অস্থিরতার’ কারণে এই সতর্কীকরণ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা এবং সহিংস নাগরিক অস্থিরতার আশঙ্কা রয়েছে। পূর্ব লাদাখ অঞ্চল এবং এর রাজধানী লেহ ব্যতীত এই রাজ্যে ভ্রমণ করবেন না। এই অঞ্চলে মাঝেমধ্যেই সহিংসতা ঘটে এবং ভারত ও পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর এটি হয়ে থাকে। কাশ্মীর উপত্যকার পর্যটন কেন্দ্রগুলোতেও শ্রীনগর, গুলমার্গ এবং পহেলগামে- সহিংসতার ঘটনা ঘটে।

কাশ্মীরের পাহেলগামে সশস্ত্র গোষ্ঠীর গুলিতে ২৬ জন নিহতের ঘটনার একদিন পর বুধবার সব মার্কিন নাগরিকদের জন্য এই সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর এটি উপত্যকাটিতে হওয়া সবচেয়ে ভয়াবহ হামলা।

এদিকে,‘সশস্ত্র সংঘাতের আশঙ্কার কারণে’ভারত তার নাগরিকদের ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে যাওয়া এড়াতেও অনুরোধ করেছে।

অন্যদিকে, সিন্ধু পানিবণ্টন চুক্তি অবিলম্বে স্থগিত করা এবং পাঞ্জাবের আটারি চেকপোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে ভারত। এছাড়াও সার্ক দেশগুলোর জন্য বিশেষ ভিসা নিয়ে পাকিস্তানের নাগরিকরা ভারতে ভ্রমণ করতে পারবেন না- সেই তথ্যও জানানো হয়েছে। যারা ওই ভিসায় ইতোমধ্যেই ভারতে রয়েছেন, তাদেরও ওই ভিসা বাতিল করা হচ্ছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে।

দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে সে দেশের সেনা, বিমান ও নৌবাহিনীর যে ‘পরামর্শদাতারা’ রয়েছেন, তাদের ‘পার্সোনা নন গ্রাটা’, অর্থাৎ অবাঞ্ছিত বলে ঘোষণা করেছে ভারত। তাদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে।

ভারতও ইসলামাবাদে তাদের দূতাবাস থেকে সেনা, বিমান ও নৌবাহিনীর পরামর্শদাতাদের ফিরিয়ে আনবে। দুই দেশের দূতাবাসেরই সামরিক পরামর্শদাতাদের পাঁচজন করে কর্মীকেও নিজের দেশে চলে যেতে হবে।