কিলিয়ান এমবাপের হ্যাটট্রিকে লা লিগার ম্যাচে রিয়াল ভায়াদোলিদকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ৩-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল।
রিয়ালের জার্সিতে গোল পাচ্ছেন না বলে একসময়ে সমালোচনার শিকার হয়েছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। সেই এমবাপে এবার শুধু গোলই করলেন না, রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথম হ্যাটট্রিকও করলেন। আগের ম্যাচে লাস পালমাসের বিপক্ষে জোড়া গোল করেছিলেন। গোল পেয়েছিলেন কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগেও। কিন্তু হ্যাটট্রিক যে ছিল না ফরাসি তারকার! এবার প্রথম হ্যাটট্রিকটির স্বাদও পেলেন।
ঘরের মাঠে দ্বিতীয় মিনিটে এগিয়ে যেতে পারত ভাইয়াদলিদ। সেলিম আমাল্লাহর কর্নারে ছয় গজ দূর থেকে হেড করেন ডেভিড তরেস। ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন কোর্তোয়া।৩০ মিনিটে এগিয়ে যায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। জুড বেলিংহ্যামের কাছ থেকে বল পেয়ে জোরাল আড়াআড়ি শটে জাল খুঁজে নেন এমবাপে।সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ৩২ ম্যাচে এটি ফরাসি বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডের ২০তম গোল।
এগিয়ে যাওয়ার পর ভায়াদোলিদকে বেশ চেপে ধরে রিয়াল। তবে বিরতির আগে আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা।৫২তম মিনিটে ইভান সানচেসের শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন কোর্তোয়া।৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। প্রতি আক্রমণে দারুণ গতিতে ডি বক্সে ঢুকে যাওয়া রদ্রিগো নিজেও শট নিতে পারতেন। সেটা না করে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বাঁয়ে খুঁজে নেন এমবাপেকে। আড়াআড়ি শটে বাকিটা সারেন তিনি।
যোগ করা সময়ে পেনাল্টি থেকে রিয়ালের হয়ে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপে।২১ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে লা লিগার চূড়ায় রিয়াল। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আতলেতিকো মাদ্রিদ। ৩৯ পয়েন্ট নিয়ে পরের দুই স্থানে আছে বার্সেলোনা ও আথলেতিক বিলবাও।