রাজনীতির সঙ্গে রুপালি পর্দার যোগ নতুন নয়। নায়িকার প্রেমে রাজনীতির শীর্ষ পদাধিকারীদের হাবুডুবু খাওয়ার মতো ঘটনাও হাজার একটা। এবার নতুন গুঞ্জনের ঢেউ বারাক ওবামা এবং জেনিফার অ্যানিস্টনের।
প্রথমজন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট, দ্বিতীয় জন রুপালি পর্দার জনপ্রিয় নায়িকা। শোনা যাচ্ছে, নায়িকার টানে বারাক নাকি স্ত্রী মিশেলের সঙ্গে দাম্পত্যে ইতি টানতে চলেছেন!
মূলত সাংবাদিকদের কথার পৃষ্ঠে কথা হওয়াতেই এমন গুঞ্জন ছড়িয়েছে। বছর কয়েক আগের কথা! এক সাক্ষাৎকারে জেনিফার সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হয়ে প্রাক্তন প্রেসিডেন্টকে নিয়ে অনেক অন্তরঙ্গ কথা ভাগ করে নিয়েছিলেন। জেনিফার শুধু মাত্র ওবামার সঙ্গে নয় তার পরিবারের সঙ্গেও ঘনিষ্ঠতা রয়েছে সে কথাও বলেছিলেন।
তিনি আরো বলেছিলেন, “আমি মিশেলকে বারাকের থেকেও বেশি চিনি।” সেই সময়েই এ কথা ভাইরাল হয়েছিল। সম্প্রতি, বারাক-মিশেলের বিচ্ছেদের গুঞ্জন ছড়াতেই নতুন করে অভিনেত্রীর সেই সাক্ষাৎকার আবারও চর্চায়।এদিকে নতুন করে গুঞ্জন ছড়ানোর পরে নায়িকাও নাকি আবার মুখ খুলেছেন। একটি ঝলকে দেখা গিয়েছে তিনি হাসতে হাসতে বলছেন, “শুনেছি, আমার আর বারাকের সম্পর্ক নিয়ে নাকি চর্চা চলছে! আমি একটু রাগ করিনি। জানি তো, কী করে গুঞ্জন জন্ম নেয়।”