ঢাকা ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

র‍্যাঙ্কিংয়ে বড় লাফ সৌম্যের

  • ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় ১২:৫২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

  • Warning: A non-numeric value encountered in /home2/visionnewstoday/public_html/wp-content/themes/template-pro/template-parts/common/single_two.php on line 103
    ৫৮৬ Time View

ছেলেদের ক্রিকেটের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার (২৭ ডিসেম্বর) প্রকাশ করেছে আইসিসি। নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে রেকর্ড গড়া ইনিংস খেলে র‍্যাঙ্কিংয়ে স্বীকৃতি পেলেন সৌম্য সরকার। ওয়ানডে ব্যাটিংয়ের তালিকায় বড় লাফ দিলেন বাংলাদেশের বাঁহাতি এই ব্যাটসম্যান।

সৌম্য ছাড়াও বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলামের। নেলসনে গত বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৫১ বলে ১৬৯ রানের ইনিংস খেলেন সৌম্য। এশিয়ান ব্যাটসম্যানদের মধ্যে নিউজিল্যান্ডের মাঠে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। শচীন টেন্ডুলকারের প্রায় দেড় দশক পুরনো রেকর্ড ভাঙেন সৌম্য। ক্রাইস্টচার্চে ২০০৯ সালের মার্চে ১৬৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ভারতীয় ব্যাটিং গ্রেট।

সৌম্যর অমন ইনিংসের পরও অবশ্য ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ। তবে র‍্যাঙ্কিংয়ে ৫২ ধাপ এগিয়েছেন ৩০ বছর বয়সী ব্যাটসম্যান। এখনও অবশ্য একশর বাইরে তিনি। ৪১৬ রেটিং পয়েন্টে তার অবস্থান ১১১তম। এছাড়া ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৯ ধাপ এগিয়ে উঠেছেন ৪৯ নম্বরে।

র‍্যাঙ্কিংয়ে সেরা ত্রিশেও নেই বাংলাদেশের কোনো ব্যাটসম্যান। ৫৯৪ রেটিং পয়েন্ট নিয়ে ৩৩ নম্বরে মুশফিকুর রহিম। ৮২৪ রেটিং পয়েন্টে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন বাবর আজম। দুইয়ে থাকা শুবমান গিল তার চেয়ে ২৩ পয়েন্ট পিছিয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ৬ উইকেট নিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়েছেন শরিফুল। ক্যারিয়ার সেরা ৫২৩ রেটিং পয়েন্ট নিয়ে ৩৫ নম্বরে তরুণ বাঁহাতি পেসার। বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আগের মতোই কেশভ মহারাজ, ৭১৬ পয়েন্ট। দুই নম্বরে জশ হেইজেলউড।

অলরাউন্ডারদের মধ্যে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। তবে ৭ রেটিং পয়েন্ট হারিয়েছেন তিনি। এখন তার নামের পাশে আছে ৩১০ পয়েন্ট। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও এসেছে পরিবর্তন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুই ম্যাচে ১১৯ ও ৩৮ রানের ইনিংস খেলে ১৮ ধাপ এগিয়ে দুই নম্বরে উঠেছেন ফিল সল্ট। ইংলিশ ওপেনারের নামের পাশে এখন ৮০২ রেটিং পয়েন্ট।এছাড়া ২৭ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে উঠেছেন লিয়াম লিভিংস্টোন। ৮৮৭ পয়েন্ট নিয়ে যথারীতি সবার ওপরে সুরিয়াকুমার ইয়াদাভ। তিন নম্বরে থাকা মোহাম্মদ রিজওয়ানের নামের পাশে ৭৮৭ পয়েন্ট।
অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়েও এগিয়েছেন লিভিংস্টোন। চার ধাপ লাফিয়ে তিনি এখন আটে। এই তালিকারও শীর্ষে সাকিব আল হাসান।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। এর সৌজন্য দুই ধাপ এগিয়ে চারে উঠেছেন বাঁহাতি স্পিনার আকিল হোসেন। আরেক স্পিনার গুদাকেশ মোটি ৭৫ ধাপ এগিয়ে ঢুকেছেন একশতে (৯১)।

ইংলিশ বাঁহাতি পেসার রিস টপলি শেষ দুই ম্যাচে ৫ উইকেট নিয়ে এগিয়েছেন ১৩ ধাপ। ৬৪৩ পয়েন্ট নিয়ে দশে অবস্থান করছেন তিনি। বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ডেরই লেগ স্পিনার আদিল রাশিদ। তার ঝুলিতে আছে ৭২৬ রেটিং পয়েন্ট। দুইয়ে থাকা রাশিদ খানের চেয়ে ৩৪ পয়েন্টে এগিয়ে তিনি।

র‍্যাঙ্কিংয়ে বড় লাফ সৌম্যের

আপডেট সময় ১২:৫২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

ছেলেদের ক্রিকেটের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার (২৭ ডিসেম্বর) প্রকাশ করেছে আইসিসি। নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে রেকর্ড গড়া ইনিংস খেলে র‍্যাঙ্কিংয়ে স্বীকৃতি পেলেন সৌম্য সরকার। ওয়ানডে ব্যাটিংয়ের তালিকায় বড় লাফ দিলেন বাংলাদেশের বাঁহাতি এই ব্যাটসম্যান।

সৌম্য ছাড়াও বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলামের। নেলসনে গত বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৫১ বলে ১৬৯ রানের ইনিংস খেলেন সৌম্য। এশিয়ান ব্যাটসম্যানদের মধ্যে নিউজিল্যান্ডের মাঠে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। শচীন টেন্ডুলকারের প্রায় দেড় দশক পুরনো রেকর্ড ভাঙেন সৌম্য। ক্রাইস্টচার্চে ২০০৯ সালের মার্চে ১৬৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ভারতীয় ব্যাটিং গ্রেট।

সৌম্যর অমন ইনিংসের পরও অবশ্য ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ। তবে র‍্যাঙ্কিংয়ে ৫২ ধাপ এগিয়েছেন ৩০ বছর বয়সী ব্যাটসম্যান। এখনও অবশ্য একশর বাইরে তিনি। ৪১৬ রেটিং পয়েন্টে তার অবস্থান ১১১তম। এছাড়া ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৯ ধাপ এগিয়ে উঠেছেন ৪৯ নম্বরে।

র‍্যাঙ্কিংয়ে সেরা ত্রিশেও নেই বাংলাদেশের কোনো ব্যাটসম্যান। ৫৯৪ রেটিং পয়েন্ট নিয়ে ৩৩ নম্বরে মুশফিকুর রহিম। ৮২৪ রেটিং পয়েন্টে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন বাবর আজম। দুইয়ে থাকা শুবমান গিল তার চেয়ে ২৩ পয়েন্ট পিছিয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ৬ উইকেট নিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়েছেন শরিফুল। ক্যারিয়ার সেরা ৫২৩ রেটিং পয়েন্ট নিয়ে ৩৫ নম্বরে তরুণ বাঁহাতি পেসার। বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আগের মতোই কেশভ মহারাজ, ৭১৬ পয়েন্ট। দুই নম্বরে জশ হেইজেলউড।

অলরাউন্ডারদের মধ্যে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। তবে ৭ রেটিং পয়েন্ট হারিয়েছেন তিনি। এখন তার নামের পাশে আছে ৩১০ পয়েন্ট। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও এসেছে পরিবর্তন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুই ম্যাচে ১১৯ ও ৩৮ রানের ইনিংস খেলে ১৮ ধাপ এগিয়ে দুই নম্বরে উঠেছেন ফিল সল্ট। ইংলিশ ওপেনারের নামের পাশে এখন ৮০২ রেটিং পয়েন্ট।এছাড়া ২৭ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে উঠেছেন লিয়াম লিভিংস্টোন। ৮৮৭ পয়েন্ট নিয়ে যথারীতি সবার ওপরে সুরিয়াকুমার ইয়াদাভ। তিন নম্বরে থাকা মোহাম্মদ রিজওয়ানের নামের পাশে ৭৮৭ পয়েন্ট।
অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়েও এগিয়েছেন লিভিংস্টোন। চার ধাপ লাফিয়ে তিনি এখন আটে। এই তালিকারও শীর্ষে সাকিব আল হাসান।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। এর সৌজন্য দুই ধাপ এগিয়ে চারে উঠেছেন বাঁহাতি স্পিনার আকিল হোসেন। আরেক স্পিনার গুদাকেশ মোটি ৭৫ ধাপ এগিয়ে ঢুকেছেন একশতে (৯১)।

ইংলিশ বাঁহাতি পেসার রিস টপলি শেষ দুই ম্যাচে ৫ উইকেট নিয়ে এগিয়েছেন ১৩ ধাপ। ৬৪৩ পয়েন্ট নিয়ে দশে অবস্থান করছেন তিনি। বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ডেরই লেগ স্পিনার আদিল রাশিদ। তার ঝুলিতে আছে ৭২৬ রেটিং পয়েন্ট। দুইয়ে থাকা রাশিদ খানের চেয়ে ৩৪ পয়েন্টে এগিয়ে তিনি।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471