রাজধানীর কদমতলী এলাকা থেকে ককটেল ও পেট্রলবোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ দুজনকে আটক করা হয়েছে। র্যাব বলছে, আটক দুজন ছাত্রদলের কর্মী।
গতকাল মঙ্গলবার রাতে শ্যামপুরের পালপাড়া মন্দির রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. নয়ন (২২) ও আলামিন (২৩)। তাঁদের কাছ থেকে ১৩টি ককটেল, ১৫টি পেট্রলবোমা, গানপাউডার, কাচের গুঁড়া, ২টি কাচি ও ৭টি স্কচটেপ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী কোম্পানি কমান্ডারের (সিপিসি-১) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-১০–এর পরিচালক অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাঁরা ছাত্রদলের কর্মী। তাঁরা স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাদের নির্দেশে নাশকতার উদ্দেশ্যে পেট্রলবোমা ও ককটেল তৈরি করে তাঁদের চাহিদামতো সরবরাহ করে আসছিলেন।
ফরিদ উদ্দিন দাবি করেন, আটক দুজন স্থানীয় বিএনপির নেতা সেলিম রেজা ও আলমগীর হোসেনের নেতৃত্বে রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, দোলাইপাড়, গোলাপবাগ, ডেমরা, দনিয়া, কদমতলীসহ আশপাশের বিভিন্ন এলাকায় নাশকতা করে আসছিলেন। নয়নের বিরুদ্ধে রাজধানীর কদমতলী থানায় নাশকতা, চুরি ও মারামারির একাধিক মামলা রয়েছে বলে র্যাব জানিয়েছে।