ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের জন্য যা ত্যাগ করতে চান সাকিব

  • ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় ০১:০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • ১৫৩২ Time View

মাঠে সাকিব আল হাসানের আত্মনিবেদন, সামর্থ্যের সবটুকু নিংড়ে দেয়া নিয়ে প্রশ্ন তুলতে পারবেন না কেউ। কড়া সমালোচকও স্বীকার করেন, পারফরমার সাকিব মাঠে শতভাগ সিরিয়াস। তার মাঠের মোটিভেশন নিয়ে কোনোই সমালোচনা নেই।

তবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব জাতীয় দলের খেলা ফেলে মাঝে-মধ্যে ছুটিতে চলে যান, কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট মিস করতে চান না, তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠছে হরহামেশাই। এতদিন ধরে সাকিব সেসব অভিযোগ ও সমালোচনা তেমন গায়েও মাখতেন না। যখন খুুশি ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে পরিবারের সান্নিধ্যে চলে যাওয়া, কোনো শপিং সেন্টারের উদ্বোধন করতে দুবাই কিংবা মধ্যপ্রাচ্যে উড়ে যাওয়া, দেশে নানা সময় বিজ্ঞাপনের শ্যুটিং কর এবং কোনো ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়ে বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রমে জড়িয়ে পড়ার ঘটনা প্রচুর আছে তার।

তবে এবার ভক্ত ও সমর্থকদের জন্য সুখবর নিয়ে আসছেন সাকিব। সম্ভবত, আগামীতে জাতীয় দলের হয়ে সার্বক্ষণিকভাবে থাকবেন এই তারকা ক্রিকেটার। জাতীয় দলের খেলার সময় আগের মতো আর আইপিএল, পিএসএলসহ কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণ না করার সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন চ্যাম্পিয়ন অলরাউন্ডার। জানিয়ে দিয়েছেন, আগামীতে জাতীয় দলের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তিনি। জাতীয় দলকে পুরো সময় দেয়ার লক্ষ্যে আগামী বছরের পরিকল্পনাও সাজিয়ে ফেলেছেন টাইগার কাপ্তান।

সবার জানা, সাকিব আগামী ২০২৪ সালের আইপিএল আর পিএসএল খেলবেন না। কিন্তু কেন ক্রিকেটের এক নম্বর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ভারতের আইপিএল আর পাকিস্তানের সাড়া জাগানো পিএসএলের আগামী পর্বে থাকবেন না সাকিব, তা নিয়ে ভক্ত ও সমর্থকদের মনে দানা বেঁধেছে নানা কৌতুহল, নানা প্রশ্ন; রাজ্যের গুঞ্জন।

অবশেষে সাকিব নিজেই দিয়েছেন এ কৌতুহলী প্রশ্নের উত্তর। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রে প্রচার মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সাকিব জানিয়ে দিলেন, কেন তিনি আসন্ন আইপিএল আর পিএসএল খেলবেন না। সাকিবের কথা পরিষ্কার। মূলত, জাতীয় দলকে সময় দিতেই তার ওই দুই ফ্র্যাঞ্চাইজি আসর না খেলার চিন্তা। তিনি যাতে সামনের দিনগুলো জাতীয় দলকে দিতে পারেন, সেটাই হবে আগামী দিনের লক্ষ্য।

সাকিব বলেন, ‘আইপিএলে নামও দেইনি। স্বাভাবিকভাবে এতে একটি উইন্ডো (সময়) খোলা হবে আমার জন্য। পিএসএলে আমার ম্যানেজার যখন নাম দিয়েছিল, তখন আমি তাকে বলেছি নামটা সরিয়ে নিতে। পিএসএলেও আমার নাম নেই। পরিকল্পনা থাকবে পুরো সময়টাই যেন জাতীয় দলে দিতে পারি। আগে যে ফ্যাঞ্চাইজি, যে টুর্নামেন্টগুলোতে খেলতাম হয়তো এগুলো আমি সেক্রিফাইস করব।’

দেশের জন্য যা ত্যাগ করতে চান সাকিব

আপডেট সময় ০১:০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

মাঠে সাকিব আল হাসানের আত্মনিবেদন, সামর্থ্যের সবটুকু নিংড়ে দেয়া নিয়ে প্রশ্ন তুলতে পারবেন না কেউ। কড়া সমালোচকও স্বীকার করেন, পারফরমার সাকিব মাঠে শতভাগ সিরিয়াস। তার মাঠের মোটিভেশন নিয়ে কোনোই সমালোচনা নেই।

তবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব জাতীয় দলের খেলা ফেলে মাঝে-মধ্যে ছুটিতে চলে যান, কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট মিস করতে চান না, তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠছে হরহামেশাই। এতদিন ধরে সাকিব সেসব অভিযোগ ও সমালোচনা তেমন গায়েও মাখতেন না। যখন খুুশি ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে পরিবারের সান্নিধ্যে চলে যাওয়া, কোনো শপিং সেন্টারের উদ্বোধন করতে দুবাই কিংবা মধ্যপ্রাচ্যে উড়ে যাওয়া, দেশে নানা সময় বিজ্ঞাপনের শ্যুটিং কর এবং কোনো ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়ে বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রমে জড়িয়ে পড়ার ঘটনা প্রচুর আছে তার।

তবে এবার ভক্ত ও সমর্থকদের জন্য সুখবর নিয়ে আসছেন সাকিব। সম্ভবত, আগামীতে জাতীয় দলের হয়ে সার্বক্ষণিকভাবে থাকবেন এই তারকা ক্রিকেটার। জাতীয় দলের খেলার সময় আগের মতো আর আইপিএল, পিএসএলসহ কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণ না করার সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন চ্যাম্পিয়ন অলরাউন্ডার। জানিয়ে দিয়েছেন, আগামীতে জাতীয় দলের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তিনি। জাতীয় দলকে পুরো সময় দেয়ার লক্ষ্যে আগামী বছরের পরিকল্পনাও সাজিয়ে ফেলেছেন টাইগার কাপ্তান।

সবার জানা, সাকিব আগামী ২০২৪ সালের আইপিএল আর পিএসএল খেলবেন না। কিন্তু কেন ক্রিকেটের এক নম্বর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ভারতের আইপিএল আর পাকিস্তানের সাড়া জাগানো পিএসএলের আগামী পর্বে থাকবেন না সাকিব, তা নিয়ে ভক্ত ও সমর্থকদের মনে দানা বেঁধেছে নানা কৌতুহল, নানা প্রশ্ন; রাজ্যের গুঞ্জন।

অবশেষে সাকিব নিজেই দিয়েছেন এ কৌতুহলী প্রশ্নের উত্তর। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রে প্রচার মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সাকিব জানিয়ে দিলেন, কেন তিনি আসন্ন আইপিএল আর পিএসএল খেলবেন না। সাকিবের কথা পরিষ্কার। মূলত, জাতীয় দলকে সময় দিতেই তার ওই দুই ফ্র্যাঞ্চাইজি আসর না খেলার চিন্তা। তিনি যাতে সামনের দিনগুলো জাতীয় দলকে দিতে পারেন, সেটাই হবে আগামী দিনের লক্ষ্য।

সাকিব বলেন, ‘আইপিএলে নামও দেইনি। স্বাভাবিকভাবে এতে একটি উইন্ডো (সময়) খোলা হবে আমার জন্য। পিএসএলে আমার ম্যানেজার যখন নাম দিয়েছিল, তখন আমি তাকে বলেছি নামটা সরিয়ে নিতে। পিএসএলেও আমার নাম নেই। পরিকল্পনা থাকবে পুরো সময়টাই যেন জাতীয় দলে দিতে পারি। আগে যে ফ্যাঞ্চাইজি, যে টুর্নামেন্টগুলোতে খেলতাম হয়তো এগুলো আমি সেক্রিফাইস করব।’