ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি Logo ইউক্রেনের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া Logo সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্ভাষণ জানালেন ড. ইউনূস Logo সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল গাজীপুর থেকে গ্রেপ্তার Logo সাফ চ্যাম্পিয়ন তিন নারী খেলোয়াড়কে সাতক্ষীরায় গণসংবর্ধনা Logo আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার Logo আমরা সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন বাহারুল আলম Logo সিরিয়ার ঐতিহ্যবাহী পালমিরা শহরে ইসরায়েলি ভয়াবহ হামলায়, নিহত ৩৬, আহত ৫০ Logo ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় চালকদের বিক্ষোভ

আল্টিমেটাম শেষে কর্মসূচি দিচ্ছে ইসলামী আন্দোলন

সরকারকে পদত্যাগ করতে ১০ই নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই সময় শেষ হয়েছে শুক্রবার। আল্টিমেটামের সময়সীমা শেষ হওয়ায় পরবর্তী কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

কর্মসূচি নির্ধারণে গত বৃহস্পতিবার দলের নীতি-নির্ধারকদের বৈঠক হয়েছে। বৈঠকে রোববার সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়।
গত ৩রা নভেম্বর বর্তমান ক্ষমতাসীনদের পদত্যাগ করে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে ১০ই নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এদিন বিএনপিসহ বিরোধী দলগুলোর সকল শান্তিপূর্ণ কর্মসূচির প্রতিও সমর্থন ঘোষণা করে দলটি। পাশাপাশি সংকট নিরসনে এক সপ্তাহের মধ্যে কারাবন্দি শীর্ষ নেতাদের মুক্তি দিয়ে রাষ্ট্রপতিকে সকল রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংলাপের উদ্যোগ নেয়ারও দাবি জানানো হয়।

অন্যথায় আন্দোলনরত সকল বিরোধী দলের সঙ্গে আলোচনা করে কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেয়া হবে বলেও জানিয়েছিল দলটি। ইতিমধ্যে বিএনপিসহ সরকার পতনে রাজপথে আন্দোলনরত বিরোধী দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলাপ-আলোচনা শুরু করেছে ইসলামী আন্দোলন। আলোচনা শেষ হলে এক ধরনের কর্মসূচি দেয়া হবে। আর আলোচনা শেষ না হলে আরেক ধরনের কর্মসূচি দিবে ইসলামী আন্দোলন।

নাম প্রকাশ না করার শর্তে ইসলামী আন্দোলনের একজন শীর্ষনেতা মানবজমিনকে বলেন, সরকার পদত্যাগের দাবিতে বিএনপিসহ আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়েছে।

এই আলোচনা এখনো শেষ হয়নি। কারণ বিএনপি’র বেশির ভাগ শীর্ষনেতা কারাগারে রয়েছেন। এজন্য তাদের সঙ্গে সেভাবে আলোচনা হয়নি। তবে প্রাথমিক পর্যায়ে বাইরে থাকা কয়েকজন নেতার সঙ্গে আলোচনা হয়েছে। কিন্তু এই আলোচনা চূড়ান্ত নয়। সামনে আরও আলোচনা হবে। সেই আলোচনার মধ্যদিয়ে সিদ্ধান্ত নেয়া হবে যে, ইসলামী আন্দোলন আন্দোলনরত দলগুলোর সঙ্গে যৌথভাবে রাজপথে আন্দোলন করবে, না কি এককভাবে আন্দোলন করবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, পরবর্তী কর্মসূচি নির্ধারণে বৈঠক হয়েছে। আগামীকাল রোববার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করা হবে। তবে কী কর্মসূচি দেয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান মানবজমিনকে বলেন, সংবাদ সম্মেলেন করে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। এ নিয়ে আন্দোলনরত দলগুলোর সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে। তবে এই আলোচনা এখনো সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছায় নাই।

আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

আল্টিমেটাম শেষে কর্মসূচি দিচ্ছে ইসলামী আন্দোলন

আপডেট সময় ০২:০১:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩

সরকারকে পদত্যাগ করতে ১০ই নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই সময় শেষ হয়েছে শুক্রবার। আল্টিমেটামের সময়সীমা শেষ হওয়ায় পরবর্তী কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

কর্মসূচি নির্ধারণে গত বৃহস্পতিবার দলের নীতি-নির্ধারকদের বৈঠক হয়েছে। বৈঠকে রোববার সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়।
গত ৩রা নভেম্বর বর্তমান ক্ষমতাসীনদের পদত্যাগ করে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে ১০ই নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এদিন বিএনপিসহ বিরোধী দলগুলোর সকল শান্তিপূর্ণ কর্মসূচির প্রতিও সমর্থন ঘোষণা করে দলটি। পাশাপাশি সংকট নিরসনে এক সপ্তাহের মধ্যে কারাবন্দি শীর্ষ নেতাদের মুক্তি দিয়ে রাষ্ট্রপতিকে সকল রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংলাপের উদ্যোগ নেয়ারও দাবি জানানো হয়।

অন্যথায় আন্দোলনরত সকল বিরোধী দলের সঙ্গে আলোচনা করে কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেয়া হবে বলেও জানিয়েছিল দলটি। ইতিমধ্যে বিএনপিসহ সরকার পতনে রাজপথে আন্দোলনরত বিরোধী দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলাপ-আলোচনা শুরু করেছে ইসলামী আন্দোলন। আলোচনা শেষ হলে এক ধরনের কর্মসূচি দেয়া হবে। আর আলোচনা শেষ না হলে আরেক ধরনের কর্মসূচি দিবে ইসলামী আন্দোলন।

নাম প্রকাশ না করার শর্তে ইসলামী আন্দোলনের একজন শীর্ষনেতা মানবজমিনকে বলেন, সরকার পদত্যাগের দাবিতে বিএনপিসহ আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়েছে।

এই আলোচনা এখনো শেষ হয়নি। কারণ বিএনপি’র বেশির ভাগ শীর্ষনেতা কারাগারে রয়েছেন। এজন্য তাদের সঙ্গে সেভাবে আলোচনা হয়নি। তবে প্রাথমিক পর্যায়ে বাইরে থাকা কয়েকজন নেতার সঙ্গে আলোচনা হয়েছে। কিন্তু এই আলোচনা চূড়ান্ত নয়। সামনে আরও আলোচনা হবে। সেই আলোচনার মধ্যদিয়ে সিদ্ধান্ত নেয়া হবে যে, ইসলামী আন্দোলন আন্দোলনরত দলগুলোর সঙ্গে যৌথভাবে রাজপথে আন্দোলন করবে, না কি এককভাবে আন্দোলন করবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, পরবর্তী কর্মসূচি নির্ধারণে বৈঠক হয়েছে। আগামীকাল রোববার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করা হবে। তবে কী কর্মসূচি দেয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান মানবজমিনকে বলেন, সংবাদ সম্মেলেন করে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। এ নিয়ে আন্দোলনরত দলগুলোর সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে। তবে এই আলোচনা এখনো সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছায় নাই।