ঢাকা ১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রোনালদোর ‘প্রথম’–এর পর আল নাসরের ঘুরে দাঁড়ানো জয়

  • ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় ০১:১৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
  • ১৫৮২ Time View

প্রথম যেকোনো কিছুই স্মৃতিতে অম্লান হয়ে থাকে। ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই।গত রাতে রোনালদো পেয়েছেন প্রথম গোলের দেখা! ভাবছেন, শীর্ষ পর্যায়ের ফুটবলে ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ৮৫৫ গোল করে ফেলা রোনালদো এত দিনে এসে কোন প্রতিযোগিতায় ‘প্রথমের’ দেখা পেলেন। হ্যাঁ, সেটা চ্যাম্পিয়নস লিগে। উয়েফা চ্যাম্পিয়নস লিগে তো তিনি অনেক আগে থেকেই রাজাধিরাজ। এবার তিনি প্রথমবার গোল পেয়েছেন এএফসি চ্যাম্পিয়নস লিগে।

পর্তুগিজ তারকার নতুন প্রথমের রাতে তাজিকিস্তানের ক্লাব ইস্তিকললের বিপক্ষে ৩–১ ব্যবধানে ঘুরে দাঁড়ানো জয় পেয়েছে আল নাসর। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা ১০ ম্যাচ জিতল সৌদি ক্লাবটি। আর এএফসি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে পেল দ্বিতীয় জয়।

এশিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় আল নাসরকে এবার প্লে–অফ বাধা টপকে মূলপর্বে উঠতে হয়েছে। প্লে–অফ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল আহলিকে ৪–২ ব্যবধানে হারিয়েছিল আল নাসর। ওই ম্যাচে একটি গোলে সহায়তা করেছিলেন রোনালদো। এরপর গ্রুপপর্বের প্রথম ম্যাচে ইরানের ক্লাব পার্সেপোলিসকে হারিয়েছিল ২–০ ব্যবধানে। ওই ম্যাচেও গোল পাননি রোনালদো। অবশেষে কাল এএফসি চ্যাম্পিয়নস লিগে নিজের তৃতীয় ম্যাচে পেলেন কাঙ্ক্ষিত গোলটি।

ঘরের মাঠ কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে শুরু থেকে দাপুটে খেললেও ধারার বিপরীতে গোল খেয়ে বসে আল নাসর। বিরতিতে যাওয়ার মিনিটখানেক আগে ইস্তিকললকে এগিয়ে দেন সেনিন সেবাই।

পিছিয়ে পড়ে বিরতিতে যাওয়াটাই যেন আল নাসরকে তাতিয়ে দিয়েছিল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই তাই একের পর এক আক্রমণ করেছে রিয়াদের দলটি। ৬৬ মিনিটে দলকে ম্যাচে ফেরানোর কাজটি রোনালদোই করেন। তাঁর প্রথম শট ইস্তিকলল ডিফেন্ডার সোদিকিওন কুরবোনভ রুখে দিলেও দ্বিতীয় প্রচেষ্টায় গোলকিপার রুস্তম ইয়াতিমোভের মাথার ওপর দিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান।

আরও পড়ুন
এবার মেসি–রোনালদোর লড়াই দেখা যেতে পারে চীনে
এবার মেসি–রোনালদোর লড়াই দেখা যেতে পারে চীনে
প্রতিযোগিতায় রোনালদোর প্রথম গোলে সমতা ফেরার পর আত্মবিশ্বাস বেড়ে যায় পুরো দলের। ৭২ থেকে ৭৭—৫ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে তালিসকা যেন সেটাই বুঝিয়ে দিয়েছেন।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘দলের সবার জন্য ম্যাচটা দারুণ ছিল। এএফসি চ্যাম্পিয়নস লিগে ১ম গোল করতে পেরে আনন্দিত। (আশা করি) আমরা জিততেই থাকব।’

৫ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে আল নাসরকে জিতিয়েছেন তালিসকা
৫ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে আল নাসরকে জিতিয়েছেন তালিসকাছবি : টুইটার
২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আল নাসর। ১ পয়েন্ট নিয়ে ইস্তিকলল আছে তলানিতে। একই রাতে কাতারে ক্লাব আল দুহাইলের বিপক্ষে জিতে পার্সেপোলিস ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে।

ইস্তিকললের চেয়ে গোল পার্থক্যে এগিয়ে তিনে থাকা আল দুহাইলের সঙ্গেই রোনালদোদের পরের ম্যাচ।

রোনালদোর ‘প্রথম’–এর পর আল নাসরের ঘুরে দাঁড়ানো জয়

আপডেট সময় ০১:১৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩

প্রথম যেকোনো কিছুই স্মৃতিতে অম্লান হয়ে থাকে। ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই।গত রাতে রোনালদো পেয়েছেন প্রথম গোলের দেখা! ভাবছেন, শীর্ষ পর্যায়ের ফুটবলে ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ৮৫৫ গোল করে ফেলা রোনালদো এত দিনে এসে কোন প্রতিযোগিতায় ‘প্রথমের’ দেখা পেলেন। হ্যাঁ, সেটা চ্যাম্পিয়নস লিগে। উয়েফা চ্যাম্পিয়নস লিগে তো তিনি অনেক আগে থেকেই রাজাধিরাজ। এবার তিনি প্রথমবার গোল পেয়েছেন এএফসি চ্যাম্পিয়নস লিগে।

পর্তুগিজ তারকার নতুন প্রথমের রাতে তাজিকিস্তানের ক্লাব ইস্তিকললের বিপক্ষে ৩–১ ব্যবধানে ঘুরে দাঁড়ানো জয় পেয়েছে আল নাসর। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা ১০ ম্যাচ জিতল সৌদি ক্লাবটি। আর এএফসি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে পেল দ্বিতীয় জয়।

এশিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় আল নাসরকে এবার প্লে–অফ বাধা টপকে মূলপর্বে উঠতে হয়েছে। প্লে–অফ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল আহলিকে ৪–২ ব্যবধানে হারিয়েছিল আল নাসর। ওই ম্যাচে একটি গোলে সহায়তা করেছিলেন রোনালদো। এরপর গ্রুপপর্বের প্রথম ম্যাচে ইরানের ক্লাব পার্সেপোলিসকে হারিয়েছিল ২–০ ব্যবধানে। ওই ম্যাচেও গোল পাননি রোনালদো। অবশেষে কাল এএফসি চ্যাম্পিয়নস লিগে নিজের তৃতীয় ম্যাচে পেলেন কাঙ্ক্ষিত গোলটি।

ঘরের মাঠ কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে শুরু থেকে দাপুটে খেললেও ধারার বিপরীতে গোল খেয়ে বসে আল নাসর। বিরতিতে যাওয়ার মিনিটখানেক আগে ইস্তিকললকে এগিয়ে দেন সেনিন সেবাই।

পিছিয়ে পড়ে বিরতিতে যাওয়াটাই যেন আল নাসরকে তাতিয়ে দিয়েছিল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই তাই একের পর এক আক্রমণ করেছে রিয়াদের দলটি। ৬৬ মিনিটে দলকে ম্যাচে ফেরানোর কাজটি রোনালদোই করেন। তাঁর প্রথম শট ইস্তিকলল ডিফেন্ডার সোদিকিওন কুরবোনভ রুখে দিলেও দ্বিতীয় প্রচেষ্টায় গোলকিপার রুস্তম ইয়াতিমোভের মাথার ওপর দিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান।

আরও পড়ুন
এবার মেসি–রোনালদোর লড়াই দেখা যেতে পারে চীনে
এবার মেসি–রোনালদোর লড়াই দেখা যেতে পারে চীনে
প্রতিযোগিতায় রোনালদোর প্রথম গোলে সমতা ফেরার পর আত্মবিশ্বাস বেড়ে যায় পুরো দলের। ৭২ থেকে ৭৭—৫ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে তালিসকা যেন সেটাই বুঝিয়ে দিয়েছেন।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘দলের সবার জন্য ম্যাচটা দারুণ ছিল। এএফসি চ্যাম্পিয়নস লিগে ১ম গোল করতে পেরে আনন্দিত। (আশা করি) আমরা জিততেই থাকব।’

৫ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে আল নাসরকে জিতিয়েছেন তালিসকা
৫ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে আল নাসরকে জিতিয়েছেন তালিসকাছবি : টুইটার
২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আল নাসর। ১ পয়েন্ট নিয়ে ইস্তিকলল আছে তলানিতে। একই রাতে কাতারে ক্লাব আল দুহাইলের বিপক্ষে জিতে পার্সেপোলিস ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে।

ইস্তিকললের চেয়ে গোল পার্থক্যে এগিয়ে তিনে থাকা আল দুহাইলের সঙ্গেই রোনালদোদের পরের ম্যাচ।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471