আখেরি মোনাজাত শেষে টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমাস্থল থেকে বাড়ি ফিরছেন মুসল্লিরা।এর আগে আজ রবিবার সকাল ৯টা ৫৭ মিনিটে শুরু হয় মোনাজাত, চলে সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত।
মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম ও তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা মুহাম্মদ জুবায়ের আহমেদ।
দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নেন। এতে আত্মশুদ্ধি, নিজ নিজ গুনাহ মাফ, সব বালা-মুসিবত থেকে হেফাজত, রহমত প্রার্থনা ও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখো মুসল্লি আকুতি জানান।
এই মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
আখেরি মোনাজাতের আগে সকালে ফজরের পরপর হেদায়েতি বয়ান করেন ভারতের মাওলানা আবদুর রহমান।
ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন গতকাল লাখ লাখ মুসল্লি ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র কোরআনের আলোকে গুরুত্বপূর্ণ বয়ানের মধ্য দিয়ে পার করেন।