ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইংল্যান্ড সিরিজেই আসছে টাইগারদের নতুন কোচ?

  • ক্রীড়া ডেক্স:
  • আপডেট সময় ১১:৪৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
  • ১৭৩৭ Time View

ভারতের বিপক্ষে সিরিজটিকে দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভুত কোচ রাসেল ডমিঙ্গোর শেষ সিরিজ হিসেবে নির্ধারণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে তার সন্মানজনক বিদায়ের একটি পথও খুঁজছিল ক্রিকেট বোর্ড। বিষয়টি জেনেছিলেন ডমিঙ্গো।

ক্রিকেট বোর্ডকে বিদায় দেওয়ার পথে হাঁটার আগে পরশু রাতে নিজেই পদত্যাগ করেন বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও ওয়ানডে হেড কোচের পদ থেকে। তার পদত্যাগে শেষ হয়ে গেছে টাইগারদের ডমিঙ্গা অধ্যায়। মঙ্গলবার রাতে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগে ই-মেইল করে জানিয়ে দেন, তিনি আর বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ থাকছেন না।

তার দায়িত্ব ছাড়ার বিষয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘পদত্যাগ করেছে, এটা ঠিক আছে। গতকাল রাতে আমাদের সিইওকে একটা চিঠি দিয়েছে পদত্যাগের। এখানে কোনো কারণ দেখায়নি, সে বিসিবিকে ধন্যবাদ জানিয়েছে, বোর্ড তাকে যে সাপোর্ট দিয়েছে এরজন্য। বাংলাদেশ দলকে উইশ করেছে যেন ভবিষ্যতে ভালো ক্রিকেট খেলতে পারে। চুক্তি অনুযায়ীই তার সঙ্গে সব ক্লোজ করা হবে।’

জাতীয় দলের জন্য নতুন কোচ খোঁজার প্রক্রিয়াও আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বিসিবি। বাংলাদেশের পরবর্তী সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আসবে তারা। এক মার্চ থেকে শুরু হবে তিন ওয়ানডে ও সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
গতকাল বুধবার জালাল ইউনুস আশ্বস্ত করেছেন যেসব কোচদের সঙ্গে আলাপ আলোচনা চলছে তাদের মধ্যেই হয়তো কেউ দায়িত্ব নেবে। তবে এখনই নাম উল্লেখ করতে নারাজ বিসিবির ক্রিকেট অপরাশেন্সের এই প্রধান কর্তা।

জালাল ইউনুস বলেন, ‘অবশ্যই দেখতে পাবেন। ইংল্যান্ডের আগে আমাদের এখন যাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে তাদের মধ্যেই কেউ একজন হয়তো দায়িত্ব নেবে। এখন ফাইনাল না হওয়া পর্যন্ত নাম উল্লেখ করতে চাচ্ছি না। আগে ফাইনাল হোক, তারপর ডিসক্লোজ করবো। হয়তো দুজন কোচকে দেখা যাবে।’

ট্যাগস

ইংল্যান্ড সিরিজেই আসছে টাইগারদের নতুন কোচ?

আপডেট সময় ১১:৪৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

ভারতের বিপক্ষে সিরিজটিকে দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভুত কোচ রাসেল ডমিঙ্গোর শেষ সিরিজ হিসেবে নির্ধারণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে তার সন্মানজনক বিদায়ের একটি পথও খুঁজছিল ক্রিকেট বোর্ড। বিষয়টি জেনেছিলেন ডমিঙ্গো।

ক্রিকেট বোর্ডকে বিদায় দেওয়ার পথে হাঁটার আগে পরশু রাতে নিজেই পদত্যাগ করেন বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও ওয়ানডে হেড কোচের পদ থেকে। তার পদত্যাগে শেষ হয়ে গেছে টাইগারদের ডমিঙ্গা অধ্যায়। মঙ্গলবার রাতে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগে ই-মেইল করে জানিয়ে দেন, তিনি আর বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ থাকছেন না।

তার দায়িত্ব ছাড়ার বিষয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘পদত্যাগ করেছে, এটা ঠিক আছে। গতকাল রাতে আমাদের সিইওকে একটা চিঠি দিয়েছে পদত্যাগের। এখানে কোনো কারণ দেখায়নি, সে বিসিবিকে ধন্যবাদ জানিয়েছে, বোর্ড তাকে যে সাপোর্ট দিয়েছে এরজন্য। বাংলাদেশ দলকে উইশ করেছে যেন ভবিষ্যতে ভালো ক্রিকেট খেলতে পারে। চুক্তি অনুযায়ীই তার সঙ্গে সব ক্লোজ করা হবে।’

জাতীয় দলের জন্য নতুন কোচ খোঁজার প্রক্রিয়াও আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বিসিবি। বাংলাদেশের পরবর্তী সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আসবে তারা। এক মার্চ থেকে শুরু হবে তিন ওয়ানডে ও সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
গতকাল বুধবার জালাল ইউনুস আশ্বস্ত করেছেন যেসব কোচদের সঙ্গে আলাপ আলোচনা চলছে তাদের মধ্যেই হয়তো কেউ দায়িত্ব নেবে। তবে এখনই নাম উল্লেখ করতে নারাজ বিসিবির ক্রিকেট অপরাশেন্সের এই প্রধান কর্তা।

জালাল ইউনুস বলেন, ‘অবশ্যই দেখতে পাবেন। ইংল্যান্ডের আগে আমাদের এখন যাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে তাদের মধ্যেই কেউ একজন হয়তো দায়িত্ব নেবে। এখন ফাইনাল না হওয়া পর্যন্ত নাম উল্লেখ করতে চাচ্ছি না। আগে ফাইনাল হোক, তারপর ডিসক্লোজ করবো। হয়তো দুজন কোচকে দেখা যাবে।’


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471