ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

স্কটল্যান্ডে ৬০০ ফুট চিমনি গুঁড়িয়ে দেওয়া হলো বিস্ফোরক দিয়ে

স্কটল্যান্ডে ৬০০ ফুট চিমনি গুঁড়িয়ে দেওয়া হলো বিস্ফোরক দিয়ে

আন্তর্জাতিক ডেস্ক:  কয়লা বিদ্যুৎ প্রকল্প ইতিহাসের আনুষ্ঠানিক সমাপ্তি টানলো স্কটল্যান্ড। ৭০০ কেজি বিস্ফোরক ব্যবহার করে একটি পাওয়ার প্ল্যান্টের ৬০০ ফুট লম্বা সর্বশেষ চিমনি গুঁড়িয়ে দিয়ে পরিবেশ দূষণকারী এ প্রকল্পের সমাপ্তি টানা হয়।

জানা গেছে, স্কটল্যান্ডের সর্বশেষ কয়লা বিদ্যুৎ প্রকল্পটি ২০১৬ সালেই বন্ধ হয়ে যায়। ওই চিমনি দেশটির সবচেয়ে বড় স্থায়ী কাঠামো ছিল। প্রজন্মের পর প্রজন্ম ধরে ওই চিমনিকে স্থানীয়রা ‘ল্যান্ডমার্ক’ হিসেবে মনে করতেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে দেশটির ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন ৭০০ কেজি বিস্ফোরকের সাহায্যে চিমনিটি গুঁড়িয়ে দেওয়ার সূচনা করেন।

এ বিষয়ে নিকোলা স্টারজন বলেন, ২০৪৫ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার জন্য স্কটল্যান্ড কাজ করে যাচ্ছে। প্রতীকী স্মারক হিসেবে আজকের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্কটিশ পাওয়ারের মালিকানাধীন লংগনেট পাওয়ার স্টেশন শুধু স্কটল্যান্ডেই নয়, সমগ্র ইউরোপের মধ্যে সবচেয়ে বড় কয়লা বিদ্যুৎ প্রকল্প ছিল। ১৯৭০ সালে দেশটির এক চতুর্থাংশ বাড়ির বিদ্যুৎ চাহিদা মেটানো হতো এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে। প্রায় অর্ধশতক ধরে বিদ্যুৎ উৎপাদনের পর ২০১৬ সালে এই প্রকল্প বন্ধ করে দেওয়া হয়।

ট্যাগস

সর্বাধিক পঠিত

স্কটল্যান্ডে ৬০০ ফুট চিমনি গুঁড়িয়ে দেওয়া হলো বিস্ফোরক দিয়ে

আপডেট সময় ১২:৪০:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক:  কয়লা বিদ্যুৎ প্রকল্প ইতিহাসের আনুষ্ঠানিক সমাপ্তি টানলো স্কটল্যান্ড। ৭০০ কেজি বিস্ফোরক ব্যবহার করে একটি পাওয়ার প্ল্যান্টের ৬০০ ফুট লম্বা সর্বশেষ চিমনি গুঁড়িয়ে দিয়ে পরিবেশ দূষণকারী এ প্রকল্পের সমাপ্তি টানা হয়।

জানা গেছে, স্কটল্যান্ডের সর্বশেষ কয়লা বিদ্যুৎ প্রকল্পটি ২০১৬ সালেই বন্ধ হয়ে যায়। ওই চিমনি দেশটির সবচেয়ে বড় স্থায়ী কাঠামো ছিল। প্রজন্মের পর প্রজন্ম ধরে ওই চিমনিকে স্থানীয়রা ‘ল্যান্ডমার্ক’ হিসেবে মনে করতেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে দেশটির ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন ৭০০ কেজি বিস্ফোরকের সাহায্যে চিমনিটি গুঁড়িয়ে দেওয়ার সূচনা করেন।

এ বিষয়ে নিকোলা স্টারজন বলেন, ২০৪৫ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার জন্য স্কটল্যান্ড কাজ করে যাচ্ছে। প্রতীকী স্মারক হিসেবে আজকের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্কটিশ পাওয়ারের মালিকানাধীন লংগনেট পাওয়ার স্টেশন শুধু স্কটল্যান্ডেই নয়, সমগ্র ইউরোপের মধ্যে সবচেয়ে বড় কয়লা বিদ্যুৎ প্রকল্প ছিল। ১৯৭০ সালে দেশটির এক চতুর্থাংশ বাড়ির বিদ্যুৎ চাহিদা মেটানো হতো এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে। প্রায় অর্ধশতক ধরে বিদ্যুৎ উৎপাদনের পর ২০১৬ সালে এই প্রকল্প বন্ধ করে দেওয়া হয়।