ডেক্স রিপোর্ট : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের কাজ আগামী জুনের মধ্যে শেষ হবে। আগামী বছরের শেষ নাগাদ রাজধানীর কাওলা থেকে তেজগাঁও রেলস্টেশন পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা উড়ালসড়কের কাজের অগ্রগতি দেখতে রোববার (৫ আগস্ট) তিনি বনানী রেলওয়ে স্টেশন সংলগ্ন সাইট পরিদর্শন কালে তিনি সাংবাদিকদের একথা জানান।
এ সময় মন্ত্রী বলেন, বিমানবন্দরের কাছে কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রায় ১১ কিলোমিটার অংশ আগামী বছর খুলে দেওয়া হবে। মোট ৩ ধাপে এই কাজ শেষ হবে। প্রথম ধাপের কাজ ৬৬ শতাংশ শেষ হয়েছে।
তিনি বলেন, আশা করছি ২০২২ সালের মধ্যে কাওলা থেকে তেজগাঁও রেলস্টেশন পর্যন্ত কাজ শেষ হবে। বাকি কাজ শেষ হতে ২০২৩ সালের জুন মাস নাগাদ লেগে যেতে পারে।
ওবায়দুল কাদের বলেন, সার্বিক কাজের অগ্রগতি ৩০ শতাংশের মতো হয়েছে। মাঝে কিছুটা দেরি হয়েছে আর্থিক সমস্যার জন্য তবে এখন কাজের গতি অনেক ভালো। এখন আর টাকা-পয়সার সমস্যা নেই।