স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর ১১টি উপজেলায় ১৩ হাজার ১৮টি খামারে মোট ১ লক্ষ ৪৪ হাজার ৩শ ৩৬টি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে।
জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোঃ হেলাল উদ্দিন খান জানিয়েছেন, এ গুলোর মধ্যে ৮৭ হাজার ৩শ ৫০টি গবাদি পশু এবং ৫৬ হাজার ৯শ ৮৬টি ছাগল ভেড়া ও অন্যান্য।
জেলা প্রাণী সম্পদ দপ্তর সূত্রে জানা গেছে গবাদি পশুর মধ্যে ৪০ হাজার ৫শ ৫০টি ষাঁড়, ১৫ হাজার ১শ ২টি বলদ, ২৯ হাজার ১শ ১৯টি-
গাভী এবং ২ হাজার ৫শ ৭৫টি মহিষ। ছাগল ভেড়া ও অন্যান্যগুলোর মধ্যে ৪১ হাজার ৯০টি ছাগল, ১৫ হাজার ৬শ ৫১টি ভেড়া এবং অন্যান্য ২৪৫টি।
জেলার বিভিন্ন হাটে এবং খামার থেকে সরাসরি ক্রেতারা তাঁদের প্রয়োজনমত কোরবানির পশু ক্রয় শুরু করেছেন।