গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আতাউল্লাহ শিকদার (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামে এ ঘটনা ঘটে।
আতাউল্লাহ উপজেলার কাকাডাঙ্গা গ্রামের রবিউল শিকদারের ছেলে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, পিঞ্জুরী ইউনিয়েন পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ শিকদারের মাছের ঘেরে-
পাশের মাদরাসা থেকে বিদ্যুৎ সংযোগ নেয়া হয়েছিল। সেই তার ছিঁড়ে পড়ে ছিল পানিতে। শুক্রবার সকালে ওই ঘেরে কাজ করার সময় ছেঁড়া তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
এ অবস্থায় স্থানীয়রা আতাউল্লাহকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।