ডিমলা, (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় তিস্তা ব্যারেজ ব্যাটেলিয়ান-১ স্থাপনের নিমিত্ত ভূমি অধিগ্রহনের ফলে ক্ষতিগ্রস্থদের মাঝে এল এ চেক বিতরন করা হয়েছে।
ডিমলা উপজেলা পরিষদ হলরুমে ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী মৌজায় ’তিস্তা ব্যারেজ ব্যাটেলিয়ান-১’ স্থাপনের নিমিত্ত ভূমি অধিগ্রহনের ফলে ক্ষতিগ্রস্থদের মাঝে-
প্রত্যাশী সংস্থা ও স্থানীয় জনপ্রতিনিধিগণের উপস্থিতে এল এ চেক বিতরন ও সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত আলোচসভায় ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন।
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব সআফতাব উদ্দিন সরকার, নীলফামারী জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী, রংপুর ব্যাটেলিয়ান (৫১ বিজিবি) পিএসসি, অধিনায়ক,-
লেঃ কর্নেল মুহাম্মদ ইসহাক, উপ-পরিচালক স্থানীয় সরকার নীলফামারী মোঃ আব্দুল মোতালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নীলফামারী জনাব খন্দকার-
মোঃ নাহিদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নীলফামারী মোঃ আজহারুল ইসলাম, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ, উপজেলা আওয়ামীলীগের-
সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন প্রমুখ। এ সময় ১০ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।