স্টাফ রিপোর্টারঃ ২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল ও ইন্টারনেট সেবার উপর বাড়তি সম্পূরক শুল্ক আরোপের সিদ্ধান্তকে বাতিল করার দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন মোখলেসুর রহমান সাগর নামে এক তরুণ।
শুক্রবার (২৬ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে দুই হাতে দুই প্লাকার্ড নিয়ে তিনি অবস্থান কর্মসূচি পালন করেন। মোখলেসুর রহমান সাগর বলেন, ২০১৩ সাল থেকে নিজের বিবেকের তাড়নায় এককভাবে দেশের মানুষের বিভিন্ন-
সমস্যা এবং সমাজের অসংগতি নিয়ে প্রতিবাদ ও সামাজিক সচেতনতামূলক কাজ করে আসছি৷ এরই ধারাবাহিকতায়-
২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল ইন্টারনেট সেবার উপর যে সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে, তা বাতিলের দাবি জানাচ্ছি।
তিনি বলেন, উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত উভয় শ্রেণীর মানুষ মোবাইল ব্যবহার করেনা। কিন্তু কথার উপরে যে কর আরোপ করা হচ্ছে তার ভুক্তভোগী হবেন নিম্নবিত্তরা।