ঢাকা ১২:৩০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :

উত্তরায় আম পাড়ার সময় গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

আম পাড়ার সময় গাছ থেকে পড়ে মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ  রাজধানীর উত্তরায় আম পাড়ার সময় গাছ থেকে পড়ে শামসুল আলম (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত শামসুল পেশায় লেগুনাচালক ছিলেন।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর উত্তরার সেক্টর-৭ এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে গাছ থেকে পড়ে যান শামসুল। পরে মুমূর্ষু-

অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শামসুল কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বাসিন্দা। তিনি উত্তরা সেক্টর-৭ এলাকায় স্ত্রী ও সন্তানদের নিয়ে একটি বাসায় ভাড়া থাকতেন।

নিহতের ভগ্নিপতি হাসান আলী জানান, সকালে উত্তরার বাসার পাশে একটি আম গাছ থেকে পাকা আম পাড়ার সময় সে গাছ থেকে পড়ে আহত হয়।

দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইনেসপেক্টর) বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি উত্তরা পূর্ব থানাকে জানানো হয়েছে।

ট্যাগস

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

উত্তরায় আম পাড়ার সময় গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

আপডেট সময় ১২:৫৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০

স্টাফ রিপোর্টারঃ  রাজধানীর উত্তরায় আম পাড়ার সময় গাছ থেকে পড়ে শামসুল আলম (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত শামসুল পেশায় লেগুনাচালক ছিলেন।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর উত্তরার সেক্টর-৭ এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে গাছ থেকে পড়ে যান শামসুল। পরে মুমূর্ষু-

অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শামসুল কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বাসিন্দা। তিনি উত্তরা সেক্টর-৭ এলাকায় স্ত্রী ও সন্তানদের নিয়ে একটি বাসায় ভাড়া থাকতেন।

নিহতের ভগ্নিপতি হাসান আলী জানান, সকালে উত্তরার বাসার পাশে একটি আম গাছ থেকে পাকা আম পাড়ার সময় সে গাছ থেকে পড়ে আহত হয়।

দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইনেসপেক্টর) বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি উত্তরা পূর্ব থানাকে জানানো হয়েছে।