স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর সাপাহার সীমান্তে বিএসএফ’র গুলিতে আব্দুল বারী নামের ব্যাক্তি নিহত হয়েছে । নিহতের স্বজনরা জানায় মঙ্গলবার রাতে একদল গরু চোরাকারবার সীমান্তের ২৪২ নম্বর পিলার এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা চালায় । এ সময় ভারতের খুঁটা দহ বিএসএফ ক্যাম্পের জোয়ানরা তাদের ধাওয়া করে ।
এক পর্যায়ে বিএসএফ তাদের লক্ষ করে গুলি ছোড়ে । এতে আব্দুল বারী গুলিবিদ্ধ হয় ।
সাথে থাকা ব্যাক্তিরা আহত অবস্থায় আব্দুল বারী কে উদ্ধার বাড়ীতে নিয়ে আনার এক পর্যায়ে তার অবস্থা গুরুত্বর হলে বুধবার সকালে সাপাহার হাসপাতালে ভর্তি করে দেয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭ টায় তার মৃত্যু হয় । সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আব্দুল হাই জানান, নিহত আব্দুল বারীর লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে । অন্যদিকে গত ১৩ জন নওগাঁর পোরশা সীমান্তে সুবাস নামের অপর এক আদিবাসী যুবককে বিএসএফ গুলি করে হত্যা করে ।
সুবাশের লাশ এখনো ফেরত দেয়নি বিএসএফ । নিহত আব্দুল এর বারী সাপাহার উপজেলার দক্ষিন পাতাড়ী গ্রামের আবুক্কর এর ছেলে বলে জানা গেছে।