বগুড়া, নন্দীগ্রাম প্রতিনিধঃ বগুড়ার নন্দীগ্রামে ডোবা থেকে ফাতেমা খাতুম (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী আল-আমিন (২২) কে আটক করেছে।
বুধবার (৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের কৈগাড়ী গ্রামের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফাতেমা কৈগাড়ী গ্রামের রাজ মিস্ত্রী আল-আমিনের স্ত্রী এবং পৌর এলাকার ফোকপাল গ্রামের রমজান আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফাতেমার স্বামীর বাড়ি জেলার দুপচাঁচিয়া উপজেলার সাদাপুর গ্রামে। দুই বছর আগে তাদের বিয়ে হয়। তাদের সংসারে ১০ মাসের একটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে আল-আমিন তার স্ত্রীকে নিয় কৈগাড়ী গ্রামে বসবাস করতো।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ওসি শওকত কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধুর লাশ উদ্ধার করে।
পরে তার লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহতের স্বামী আল-আমিনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।