ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo সাদপন্থী নেতা মোয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর Logo ৯ দফা দাবিতে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্রদের অবস্থান Logo ’’বঙ্গবন্ধু রেল সেতুর’ নাম পরিবর্তন’’ নতুন নাম যমুনা রেলসেতু Logo নওগাঁ এডুকেশন ফাউন্ডেশন এর ৫ম তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন Logo অ্যাটলির সিনেমায় সালমান খান Logo রূপালী ব্যাংকের শাখায় ডাকাত, জিম্মি কর্মকর্তারা Logo ফিফা আন্তঃমহাদেশীয় কাপে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ Logo প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক Logo যথাসময়ে ইজতেমা, সহিংসতাকারীদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছেলের বাড়ী থেকে বিয়ের কথা বলে এসে, ঘরে দেখতে পাই মেয়ের ঝুলন্ত মরদেহ

প্রতীকী ছবি

ফেনী প্রতিনিধি: ফেনী শহরের শিবপুর এলাকায় আয়েশা আক্তার (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (২০ এপ্রিল) সকালে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আয়েশা।

 

সে উত্তর শিবপুর উজির আলী ভূঁঞা বাড়ির হানিফের ছোট মেয়ে। শহীদ মেজর সালাহউদ্দিন (বীর উত্তম) উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

নিহত কিশোরীর বাবা  জানান, একই এলাকার শফিকুর রহমানের ছোট ছেলে নূর আলম আরমান হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আয়েশার।

পাঁচ মাস আগে জানতে পেরে তিনি বিষয়টি শফিকুর রহমানকে অবগত করেন এবং ছেলেকে সামলাতে অনুরোধ করেন। তিনি বলেন, গত কয়েকদিন মেয়ে তার বিয়ের বিষয়ে আরমানের পরিবারের সঙ্গে কথা বলতে আমায় চাপ দেয়।

তিনি আরও বলেন, গতরাতেও আমি মেয়েকে বুঝিয়েছি, মেয়ের পাগলামী দেখে আমি সকালে ছেলের বাবার সঙ্গে কথা বলতে যাই। ফিরে এসে ঘরে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখি। এরপর আমার চিৎকারে আশেপাশের সবাই ছুটে আসেন।

প্রতিবেশী শাহেনা আক্তার বকুল বলেন, প্রেমের বিষয়ে যেহেতু উভয় পরিবার আগে থেকে অবগত তাই উচিত ছিল এলাকার কয়েকজন মুরব্বির সঙ্গে কথা বলে বিষয়টা গুরুত্ব দেওয়া।

আরমানের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরিবারের লোকজন জানায় সে তার নানার বাড়িতে গেছে।

আরমানের বাবা শফিকুর রহমান বলেন, ছেলের সঙ্গে আয়েশার সম্পর্কের কথা জানতাম তবে ছেলেকে সরে আসতে বলেছি। মেয়েটা আাত্মহত্যা করবে কেউ ভাবেনি।

একাধিক প্রতিবেশী দাবি করেন, আরমানকে জিজ্ঞাসাবাদ করলে আত্মহত্যার বিষয়ে সঠিক তথ্য পাওয়া যাবে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাজেদুল ইসলাম  জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে অপমৃত্যুর মামলা দাযের করা হবে।

ট্যাগস
সর্বাধিক পঠিত

সাদপন্থী নেতা মোয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

ছেলের বাড়ী থেকে বিয়ের কথা বলে এসে, ঘরে দেখতে পাই মেয়ের ঝুলন্ত মরদেহ

আপডেট সময় ০৫:২৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০

ফেনী প্রতিনিধি: ফেনী শহরের শিবপুর এলাকায় আয়েশা আক্তার (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (২০ এপ্রিল) সকালে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আয়েশা।

 

সে উত্তর শিবপুর উজির আলী ভূঁঞা বাড়ির হানিফের ছোট মেয়ে। শহীদ মেজর সালাহউদ্দিন (বীর উত্তম) উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

নিহত কিশোরীর বাবা  জানান, একই এলাকার শফিকুর রহমানের ছোট ছেলে নূর আলম আরমান হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আয়েশার।

পাঁচ মাস আগে জানতে পেরে তিনি বিষয়টি শফিকুর রহমানকে অবগত করেন এবং ছেলেকে সামলাতে অনুরোধ করেন। তিনি বলেন, গত কয়েকদিন মেয়ে তার বিয়ের বিষয়ে আরমানের পরিবারের সঙ্গে কথা বলতে আমায় চাপ দেয়।

তিনি আরও বলেন, গতরাতেও আমি মেয়েকে বুঝিয়েছি, মেয়ের পাগলামী দেখে আমি সকালে ছেলের বাবার সঙ্গে কথা বলতে যাই। ফিরে এসে ঘরে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখি। এরপর আমার চিৎকারে আশেপাশের সবাই ছুটে আসেন।

প্রতিবেশী শাহেনা আক্তার বকুল বলেন, প্রেমের বিষয়ে যেহেতু উভয় পরিবার আগে থেকে অবগত তাই উচিত ছিল এলাকার কয়েকজন মুরব্বির সঙ্গে কথা বলে বিষয়টা গুরুত্ব দেওয়া।

আরমানের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরিবারের লোকজন জানায় সে তার নানার বাড়িতে গেছে।

আরমানের বাবা শফিকুর রহমান বলেন, ছেলের সঙ্গে আয়েশার সম্পর্কের কথা জানতাম তবে ছেলেকে সরে আসতে বলেছি। মেয়েটা আাত্মহত্যা করবে কেউ ভাবেনি।

একাধিক প্রতিবেশী দাবি করেন, আরমানকে জিজ্ঞাসাবাদ করলে আত্মহত্যার বিষয়ে সঠিক তথ্য পাওয়া যাবে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাজেদুল ইসলাম  জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে অপমৃত্যুর মামলা দাযের করা হবে।