আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাস মহামারির তীব্রতা কিছুটা কাটিয়ে উঠেছে ইরান। তবে এখনও থেমে নেই প্রাণহানির ঘটনা। মোট মৃতের ৪ হাজার ছাড়িয়েছে। তবে দেশটিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ৩২ হাজার ৩০৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের জণসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। মন্ত্রণালয়ের এই কর্মকর্তা ইরানের সর্বশেষ করোনা পরিস্থিতি সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে বলেন, ইরানে এ পর্যন্ত ৬৬ হাজারের বেশি মানুষের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। ইরানে এই রোগে মৃতের সংখ্যা ৪ হাজার ১১০ জনে পৌঁছেছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার পাশাপাশি ইরানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর দ্রুতগতিতে তা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এ পর্যন্ত দেশটির শতকরা ৯০ ভাগেরও বেশি মানুষের ওপর স্ক্রিনিংয়ের মাধ্যমে প্রাথমিক পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে। ইরানে করোনায় আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমে আসছে এবং দ্রুত সুস্থ হয়ে উঠছে আক্রান্ত রোগীরা।